loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাবদাহের সতর্কতা জারি

  • সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের সংশোধিত ফলাফল প্রকাশিত

  • অভিনেতা ওয়ালিউল হক রুমি আর নেই

  • এফএ কাপে টাইব্রেকারে জিতে ফাইনালে ম্যানইউ

  • ক্লাসিকোতে বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল

বিপিএল: নিজের মাঠে জিতে পরবর্তী পর্বে চিটাগং


বিপিএল: নিজের মাঠে জিতে পরবর্তী পর্বে চিটাগং

বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ৩০ জানুয়ারি, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

সংক্ষিপ্ত স্কোর

চিটাগং ভাইকিংস: ১৭৪/৫, ২০ ওভার (ডেলপোর্ট ৭১, মুশফিক ৪৩, রাসেল ৩/৩৮)
ঢাকা ডায়নামাইটস: ১৬৩/৯, ২০ ওভার (সাকিব ৫৩, রাসেল ৩৯, আবু জায়েদ ৩/২৫)
ফলাফল: চিটাগং ভাইকিংস ১১ রানে জয়ী
ম্যাচ সেরা: ক্যামেরন ডেলপোর্ট (চিটাগং ভাইকিংস)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে ঢাকা ডায়নামাইটসকে টানা চতুর্থবারের মতো হারিয়ে নিজেদের মাঠে প্রথম জয়ের স্বাদ পেলো চিটাগং ভাইকিংস। বুধবার (৩০ জানুয়ারি) টুর্নামেন্টের ৩৭তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ১১ রানে হারিয়েছে চিটাগং। এবারের আসরে চট্টগ্রামের মাটিতে প্রথম তিন ম্যাচেই হারে চিটাগং। চতুর্থ ম্যাচে এসে প্রথম জয় পেল দলটি এবং পরবর্তী পর্বে উত্তরণ নিশ্চিত করলো।

এই জয়ে ১১ খেলায় ৭ জয় ও চার হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে এখন চিটাগং। ১০ খেলায় পাঁচটি করে জয় ও হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানেই থাকলো ঢাকা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ম্যাচে ব্যাট হাতে দলকে ৪২ রানের সূচনা এনে দেন দলের দুই ওপেনার আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ ও দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট। তিনটি চার ও একটি ছক্কায় ১৫ বল মোকাবেলায় সুনিল নারাইনের বলে আউট হওয়ার আগে ২১ রান করেন শাহজাদ।

তিন নম্বরে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ইয়াসির আলী। ২০ বলে ১৯ রান আলীও শিকার হন নারাইনের। এরপর দলকে বড় জুটি উপহার দেন ডেলপোর্ট ও অধিনায়ক মুশফিকুর রহিম। ৪৬ বলে ৭৯ রানের জুটি গড়েন তাঁরা। এরমধ্যে ২৪ বলে ৪৩ রান অবদান রেখে ইনিংসের শেষ ওভারে আউট হন মুশফিক। চারটি চার ও দুইটি ছক্কা হাঁকানো ইনিংস খেলে আন্দ্রে রাসেলের শিকার হন মুশি।

ইনিংসের প্রথম বলে মুশফিককে শিকার করার পর দ্বিতীয় ও তৃতীয় বলে যথাক্রমে ডেলপোর্ট ও শ্রীলংকার দাসুন শানাকাকে আউট করে হ্যাট্টিক পূর্ণ করেন ঢাকার ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় আন্দ্রে রাসেল। ডেলপোর্ট পাঁচটি চার ও চারটি ছক্কায় ৫৭ বলে ৭১ রান করেন। শানাকা শূন্য হাতে ফিরেন।

ইনিংসের শেষ বলে ছক্কা মেরে চিটাগং-এর সংগ্রহকে পাঁচটি উইকেটে ১৭৪ রানে নিয়ে যান জিম্বাবুয়ের খেলোয়াড় সিকান্দার রাজা। দুই বলে ছয় রানে অপরাজিত থাকেন রাজা। এক রান নিয়ে তাঁর সঙ্গী ছিলেন মোসাদ্দেক হোসেন। ঢাকার রাসেল ৩৮ রানে তিন উইকেট নেন।

জয়ের জন্য ১৭৫ রানের লক্ষ্যে শুরু থেকেই চাপে পড়ে যায় ঢাকা। ২৩ রানের মধ্যে উপরের সারির তিন ব্যাটসম্যানকে হারায় দলিট। এরপর চতুর্থ উইকেটে জুটি বেধে পরিস্থিতিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন অধিনায়ক সাকিব আল হাসান ও উইকেটরক্ষক নুরুল হাসান। ৫০ রানের জুটি গড়ে ঢাকাকে ম্যাচে ফেরান সাকিব ও নুরুল।

৩৩ করে ডেলপোর্টের শিকার হন নুরুল। তাঁর বিদায়ের পরের বলেই সাকিবের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। রানের খাতাই খুলতে পারেননি পোলার্ড।

পোলার্ডের এমন বিদায়কে আমলে না নিয়ে ঢাকার রানের গতি বাড়ান আরেক ক্যারিবিয় রাসেল। তাঁকে সঙ্গ দিতে থাকেন সাকিব। ব্যক্তিগত ২২ রানে বোল্ড হয়েও নো-বলের কারণে লাইফ পান রাসেল। কিন্তু বেশি দূর যেতে পারেননি তিনি। চারটি চার ও দুইটি ছক্কায় ২৩ বলে ৩৯ রান করে শ্রীলংকান দাসুন শানাকার বলে আউট হন রাসেল।

রাসেলের ফিরে গেলে ঢাকাকে জয়ের বন্দরে নেয়ার দায়িত্ব বর্তায় সাকিবের উপর। তবে অধিনায়ক তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ১৯তম ওভারে অষ্টম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফেরেন অর্ধশত রান করা সাকিব। ছয়টি চারে ৪২ বলে ৫৩ রান করা সাকিবও শিকার হন শানাকার। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান করতে পেরেছে ঢাকা। চিটাগং’এর আবু জায়েদ তিন উইকেট পেয়েছেন। 

Loading...