loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

সেভিয়াকে ভাসিয়ে কোপা ডেল রে সেমিতে বার্সা


সেভিয়াকে ভাসিয়ে কোপা ডেল রে সেমিতে বার্সা

লিওনেল মেসিকে ছাড়া কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেভিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা। কোপা ডেল রে’র সেমিফাইনালে যাওয়ার জন্য ফিরতি লেগে বার্সাকে তাই জিততে হতো অন্তত তিন গোলের ব্যবধানে। সেই গোল ব্যবধানতো হলোই; মেসি, লুইস সুয়ারেজ, ফিলিপ কটিনিয়োরা রীতিমত গোল উৎসব করলেন ক্যাম্প নুতে। সেভিয়াকে উড়িয়ে দিয়ে ক্যাটালানরা চলে গেছে কোপা ডেল রে’র সেমিফাইনালে।

বুধবার (৩০ জানুয়ারি) রাতে নিজেদের মাঠে ৬-১ গোলের ব্যবধানে জিতেছে আর্নেস্টাে ভালভার্ডের শিষ্যরা। ফলে দুই লেগ মিলিয়ে দলের জয় হয়েছে ৬-৩ ব্যবধানে। 

গত সপ্তাহে নিজেদের মাঠে সেভিয়া উড়ন্ত জয় পেলেও ক্যাম্প নুয়ে দাঁড়াতেই পারেনে না বার্সার সামনে। মেসিদের শুরুটাই হয় দারুণ। দ্বাদশ মিনিটে মেসিকে ডি-বক্সে প্রোমেস ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোল আদায় করেন ব্রাজিলিয়ান তারকা কটিনিয়ো।

অবশ্য মিনিট দশেক পর একই কায়দায় গোল শোধের সুযোগ ছিল সেভিয়ার সামনে। ২৪তম মিনিটে রোকি মেসাকে বার্সার ডি-বক্সে জেরার্ড পিকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বেজে ওঠে। তবে সেখান থেকে এভার বানেগাকে গোল আদায়ে বঞ্চিত করেন বার্সেলোনার গোলরক্ষক সিলেসেন।

৩১তম মিনিটে বার্সাকে আরও এগিয়ে দেন ক্রোয়েশিয়ান তারকা ইভান রাকিটিচ। ম্যালকম আর্থারের বাড়ানো বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে দেন তিনি। দুই লেগ মিলিয়ে তখন গোল সংখ্যা ২-২। এই অবস্থায়ই দুই দল বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে বার্সা ব্যবধান বাড়ানোর মিশনে নামে। ৫৩তম মিনিটে সুয়ারেজের পাস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি উদযাপন করেন গত কয়েকটি খেলায় শুরুর একাদশে জায়গা না পাওয়া কটিনিয়ো। পরের মিনিটেই মেসির পাস থেকে গোল করেন সার্জিও রোবের্টো। 

দুই লেগ মিলিয়ে ৪-২ গোল ব্যবধান দাঁড়ানোয় বার্সেলোনার ভক্তরা খানিকটা নির্ভার থাকতে চাইলেও ৬৭তম মিনিটে তাঁদের মনে কাঁপুনি ধরান গিলের্মো আরানা। আর্জেন্টাইন মিডফিল্ডার এভার বানেগার পাস থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান তিনি। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধান দাঁড়ানোয় সেভিয়ার ভক্তরা ঘুরে দাঁড়ানোর আশায় বুক বাঁধে। 

কিন্তু সেই আশা আর আলোর মুখ দেখেনি, বরং বার্সেলোনা আরও দু’বার বল জড়িয়েছে সেভিয়ার জালে। ৮৯তম মিনিটে জর্দি আলবার ক্রস থেকে পঞ্চম গোল উদযাপন করেন উরুগুইয়ান তারকা সুয়ারেজ। আর পুরো ম্যাচে আলো ছড়িয়ে খেলেও এতোক্ষণ যিনি গোল পাচ্ছিলেন না, অতিরিক্ত সময়ে সেই মেসি ষষ্ঠ গোলটি করে উৎসবের সমাপ্তি টানেন। এই গোল আসে আলবার পাস থেকে।

বুধবার আরেক খেলায় এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল বেটিস। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে এই দলটি উঠে গেছে সেমিতে। এছাড়া, আগেই সেমিতে উঠেছে ভ্যালেন্সিয়া। সেমির শেষ দল হিসেবে জায়গা পেতে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) নামবে রিয়াল মাদ্রিদ ও জিরোনা। প্রথম লেগে ৪-২ গোলে জিতে এগিয়ে আছে সার্জিও রামোসের দল।

Loading...