loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

খুলনাকে হারিয়ে প্লে-অফ পর্বে ঢাকা


খুলনাকে হারিয়ে প্লে-অফ পর্বে ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ২ ফেব্রুয়ারি

সংক্ষিপ্ত স্কোর

খুলনা টাইটান্স: ১২৩/৯, ২০ ওভার (ওয়াইস ৩০*, শান্ত ২৪, রুবেল ২/২৭)
ঢাকা ডায়নামাইট্স: ১২৪/৪, ১৪.৫ ওভার (থারাঙ্গা ৪২, নারাইন ৩৫, নুরুল হাসান ২৭*; মাহমুদুল্লাহ ২/১৪)
ফলাফল: ঢাকা ডায়নামাইট্স ছয় উইকেটে জয়ী
ম্যাচ সেরা: উপুল থারাঙ্গা (ঢাকা ডায়নামাইট্স)

খুলনা টাইটান্সকে হারিয়ে শেষ দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের প্লে-অফ পর্বে উঠলো গতবারের রানার্স-আপ ঢাকা ডায়নামাইট্স। শনিবার (২ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের ৪২তম ও লিগ পর্বের শেষ ম্যাচে ঢাকা ডায়নামাইট্স ছয় উইকেটে হারিয়েছে খুলনা টাইটান্সকে।

এই জয়ে ১২ খেলায় ১২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে প্লে-অফে খেলা নিশ্চিত করলো ঢাকা। ঢাকার সমান ১২ পয়েন্ট পেয়েও রান রেটে পিছিয়ে থাকায় লিগ পর্ব থেকে বিদায় নিতে হলো রাজশাহী কিংসকে। অন্যদিকে, হার দিয়ে এবারের বিপিএল শেষ করা খুলনা সমান সংখ্যক ম্যাচে চার পয়েন্ট অর্জন করতে পেরেছে।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট হাতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় খুলনা। ওপেনার জুনায়েদ সিদ্দিকী দুই রান করে ফেরেন। তিন নম্বরে নামা ইংল্যান্ডের ডেভিড মালান দুই অংকে পৌঁছানোর আগেই সাত রানে থেমে যান।

তবে এরপরের ব্যাটসম্যানরা দু’অংকে পৌঁছাতে পারলেও বড় ইনিংস খেলতে পারেননি। ওপেনার জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ১৮, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ১৪, নাজমুল হোসেন শান্ত ২৪, আল-আমিন-তাইজুল ইসলাম ১২ রান করে করেন। 

শেষ দিকে একটি করে চার ও ছক্কায় ২৭ বলে অপরাজিত ৩০ রান করে খুলনাকে কিছুটা সম্মানজনক স্কোরে নিয়ে যান দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইস। শেষ পর্যন্ত আট উইকেটে ১২৩ রানের সংগ্রহ করে খুলনা। ঢাকার পক্ষে দুইটি করে উইকেট নেন রুবেল হোসেন ও সাকিব আল হাসান।

প্লে-অফ নিশ্চিতের জন্য ১২৪ রানের লক্ষ্যে ভালোই শুরু করেন ঢাকার দুই ওপেনার শ্রীলংকার উপুল থারাঙ্গা ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। মাত্র ১৬ বল মোকাবেলা করে ৪৩ রান করেন তাঁরা। এর মধ্যে দুইটি চার ও চারটি ছক্কায় ১৩ বলে ৩৫ রান করে সাদ্দামের বলে থামেন নারাইন।

ব্যাটিং অর্ডারে নিজেকে তিন নম্বরে উঠিয়ে এনে এদিন নিজেকে মেলে ধরতে পারেননি ঢাকার অধিনায়ক সাকিব। ছয় বলে মাত্র এক রান করে ফেরেন তিনি। চার নম্বরে নামা মিজানুর রহমানও ব্যর্থ হয়েছেন; রানের খাতাই খুলতে পারেননি তিনি। সতীর্থদের যাওয়ার আসার মাঝেও এক প্রান্ত আগলে রানের চাকাল সচল রেখেছিলেন থারাঙ্গা। তবে দলীয় ৮৮ রানে থেমে যেতে হয় তাঁকেও। চারটি চার ও দুইটি ছক্কায় ৩০ বলে ৪২ রান করেন থারাঙ্গা।

এরপর দলের হাল ধরেন উইকেটরক্ষক নুরুল হাসান ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। পঞ্চম উইকেটে ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন তাঁরা। নুরুল ২৭ ও পোলার্ড নয় রানে অপরাজিত ছিলেন।

Loading...