loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

বিপিএল: প্লে-অফ পর্বের টিকিটের দাম ঘোষণা


বিপিএল: প্লে-অফ পর্বের টিকিটের দাম ঘোষণা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের প্লে-অফ পর্বের টিকিটের মূল্য ঘোষণা করা হয়েছে। মিরপুরের দু’টি বুথে বিক্রি হবে টিকেট; একটি হলো সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম বুথ এবং আরেকটি শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন বুথ। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বুথে বিক্রি হবে টিকিট।

এছাড়াও দু’টি অনলাইনে বিক্রি হবে টিকিট। একটি হলো Shohoz.com, আর অন্যটি Ucash।

টুর্নামেন্টের ফাইনালের সাধারণ গ্যালারির মূল্য ৪শ’ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য ৪ হাজার টাকা। ছাউনি দেওয়া গ্যালারির মূল্য ৫শ’ টাকা, ক্লাব হাউজ ও ভিআইপি স্ট্যান্ডের মূল্য ১ হাজার টাকা করে। ফাইনালের টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার।

এছাড়াও এলিমিনেটর, প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকেটের দাম ঘোষণা করা হয়েছে। 

এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারে ম্যাচে সাধারণ গ্যালারির টিকেটের মূল্য ৩০০ টাকা। শেড দেয়া গ্যালারির টিকেটের মূল্য ৪০০ টাকা, ক্লাব হাউজ ও ভিআইপি স্ট্যান্ডের টিকেটের মূল্য ৭০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড টিকেটের মূল্য ৪ হাজার টাকা। রোববার (৩ ফেব্রুয়ারি) থেকে এই রাউন্ডের টিকেট বিক্রি শুরু হবে।

দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সাধারণ গ্যালারির টিকেটের মূল্য ১০০ টাকা। শেড দেয়া গ্যালারির টিকেটের মূল্য ১৫০ টাকা, ক্লাব হাউজ ও ভিআইপি স্ট্যান্ডের টিকেটের মূল্য ৩০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১ হাজার টাকা। মঙ্গলবার থেকে এ ম্যাচের টিকেট বিক্রি শুরু হবে। 

সোমবার (৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে প্লে-অফ পর্বের ম্যাচ। সবগুলো খেলা হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Loading...