loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বইমেলায় আলতামিশ নাবিলের ‘মহারাজা তোমারে সেলাম’


বইমেলায় আলতামিশ নাবিলের ‘মহারাজা তোমারে সেলাম’

বাংলা ভাষার ছবিকে যিনি নিয়ে গেছেন অন্য এক উচ্চতায় - তিনি কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। সমগ্র কর্ম-জীবনের স্বীকৃতি হিসেবে তিনি একাডেমি সম্মানসূচক পুরস্কার অস্কারও অর্জন করেছেন। সত্যজিৎ রায়ের পিতা সুকুমার রায় ও পিতামহ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী জন্মেছিলেন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে। তাই জন্মসূত্রে বাংলাদেশি এই মানুষটির মহৎ সৃষ্টিগুলো নিয়ে আমাদের জানার আগ্রহ বিপুল।

সত্যজিৎ রায়ের চলচ্চিত্র-কর্মের উপর মুহাম্মাদ আলতামিশ নাবিল রচিত গবেষণাগ্রন্থ ‘মহারাজা তোমারে সেলাম’ প্রকাশিত হয়েছে অমর একুশে গ্রন্থমেলা ২০১৯-এ। বইটির প্রকাশক কবি প্রকাশনী (সোহরাওয়ার্দী উদ্যান, স্টল নং ২১৪-২১৫)। এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান হলো গত ২ ফেব্রুয়ারি বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব শংকর সাওজাল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আরেক নাট্যব্যক্তিত্ব আনিসুর রহমান নান্টু।

বইটি সম্পর্কে এর লেখক জানান, “সত্যজিৎ রায়ের সাথে আমার পরিচয় ছোটবেলায় সেই ডিডি বাংলায় হীরক রাজার দেশে দেখার মাধ্যমে। গুপী-বাঘাকে ভূতের রাজার দেয়া বর-গুলো দিয়ে তারা যেমন মানুষকে মোহাবিষ্ট করে রাখতে পারতো, একজন চলচ্চিত্রকারের নিজেরও তেমন দর্শকদের মোহাবিষ্ট করার ক্ষমতা আছে। সত্যজিৎ রায়ের ক্ষেত্রে সেই মোহ তৈরির বিষয়টা অনেক বেশি তড়িৎ। ইতিহাস, সাহিত্য, রম্য, রোমাঞ্চ, ভ্রমণ, ফ্যান্টাসি... কি নেই সত্যজিৎ রায়ের ছবিগুলোতে। কিন্তু এইচডি, ব্লরের ফাঁক গলে সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্রগুলো তরুণ প্রজন্মের কাছে কতদূর পৌঁছেছে তা নিয়ে আমার বিস্তর সন্দেহ আছে। বইটি লেখার মুখ্য উদ্দেশ্য - সত্যজিৎ রায়ের চলচ্চিত্ররস আস্বাদনের দিকগুলোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।’’

চলচ্চিত্র পরিচালনার বাইরে সত্যজিৎ রায় একজন লেখক, চিত্রনাট্যকার, সাহিত্যিক, সঙ্গীত পরিচালক ও গীতিকার। তবে ‘মহারাজা তোমারে সেলাম’ বইটিতে মূলত সত্যজিতের চলচ্চিত্র পরিচালনার দিকটি আলোকপাত করা হয়েছে।

আলতামিশ নাবিল নিয়মিত লেখালেখি ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি একটি বহুজাতিক কোম্পানিতে ডিজিটাল সার্ভিস বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। লেখকের প্রকাশিত প্রথম বই এটি।

বইটির মূল্য ১৫০ টাকা। এর প্রচ্ছদ এঁকেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম। বইমেলার প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে বইটি। এছাড়াও পাওয়া যাচ্ছে রকমারিডটকমসহ সকল দেশের প্রধান বইঘরগুলোতে। ভারতের পশ্চিমবঙ্গে এই বইয়ের প্রকাশক অভিযান পাবলিশার্স।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...