loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

চিকিৎসা শেষে দেশে ফিরলেন এরশাদ


চিকিৎসা শেষে দেশে ফিরলেন এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। সোমবার (৪ ফেব্রুয়ারি) রাতে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

উড়োজাহাজ থেকে নেমে এই সাবেক রাষ্ট্রপতি হুইল চেয়ারে করে ভিআইপি লাউঞ্জে আসেন। তিনি হেঁটেই গাড়িতে ওঠেন। এরপর তিনি সরাসরি বারিধারার বাসায় চলে যান। 

এরশাদ-পত্নী ও জাপা’র সিনিয়র কো-চেয়ারপার্সন রওশন এরশাদ বিমানবন্দরে পার্টির চেয়ারম্যানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। বিমানবন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জি এম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমীন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মসিউর রহমান রাঙ্গা, সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সাল চিশতী, এ টি ইউ তাজ রহমান, সালমা ইসলাম, ব্যারিস্টার দিলারা খন্দকার, মাসুদা এম রশিদ চৌধুরী, নাজমা আক্তার প্রমুখ।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি এরশাদ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন।

Loading...