loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • তৃতীয় ড্রিমলাইনার গাংচিল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • গ্রামীণফোনে নতুন সিএফও যোগ দিয়েছেন

  • ‘এসআইটি’ পদ্ধতিতে এডিস মশা নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত

  • ঢাবি’র ৫২তম সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি

  • ফ্রাঙ্ক রিবেরি এখন ফিওরেন্টিনায়

আরএফএল-এর পেইন্টস, ফুটওয়্যার ও টেল প্লাস্টিকসের পরিবেশক সম্মেলন


আরএফএল-এর পেইন্টস, ফুটওয়্যার ও টেল প্লাস্টিকসের পরিবেশক সম্মেলন

আরএফএল-এর রেইনবো পেইন্টস, ওয়াকার ফুটওয়্যার এবং গৃহস্থালী প্লাস্টিকস পণ্যের ব্রান্ড টেল-এর বিভিন্ন পণ্য পরিবেশনের সাথে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে ঢাকার খিলক্ষেতের পাতিরায় আরএফএল কনফারেন্স সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এই সম্মেলনে সারাদেশ থেকে কোম্পানির প্রায় দুই হাজার পরিবেশক অংশগ্রহণ করেন।

আরএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, রেইনবো পেইন্টস, ওয়াকার ফুটওয়্যার এবং টেল প্লাস্টিকস-এর চিফ অপারেটিং অফিসার কামরুল হাসান এবং হেড অফ মার্কেটিং ফাহিম হোসেনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...