loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

টি-টোয়েন্টিতে বড় হারের লজ্জা পেলো ভারত


টি-টোয়েন্টিতে বড় হারের লজ্জা পেলো ভারত

ওয়ানডে সিরিজে দাপট দেখানো সফররত ভারতকে প্রথম টি-টোয়েন্টিতে প্রায় বিধ্বস্তই করে ছাড়লো নিউজিল্যান্ড। ওয়েলিংটনে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে রোহিত শর্মাদের ৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে কিউইরা। টি-টোয়েন্টি ফরম্যাটে রানের হিসেবে সবচেয়ে বড় হারের লজ্জাটা পেলো ভারত। এর আগে ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজটাউনে ৪৯ রানে হেরেছিল টিম ইন্ডিয়া।

বুধবার (৬ ফেব্রুয়ারি) প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ২১৯ রান করে। জবাবে ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করতে পেরেছে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির বিশ্রামে দলনেতা রোহিত শর্মা ও তাঁর দল।

২২০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে কিউই বোলারদের চাপে পড়ে ভারত। ব্যক্তিগত এক রানে টিম সাউদির বলে বিদায় নেন অধিনায়ক রোহিত। আরেক ওপেনার শিখর ধাওয়ান (২৯) ও বিজয় শঙ্কর (২৭) কিছুটা চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ফিনিশার খ্যাত মাহেন্দ্র সিং ধোনি দলীয় সর্বোচ্চ ৩৯ রান করেন। তবে দলকে জেতানোর মতো অবদান রাখতে পারেননি। হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে ২০ রান। দলের হয়ে আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

নিউজিল্যান্ডের সাউদি সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া লোকি ফার্গুসন, মিচেল স্যান্টনার ও ইশ সোধি দুটি করে উইকেট ভাগাভাগি করেন। অভিষিক্ত ড্যারেল মিচেল একটি উইকেট দখল করেন।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তুলোধুনো করেন নিউজিল্যান্ড ওপেনার টিম সেইফার্ট। খলিল আহমেদের বলে আউট হওয়ার আগে তিনি ৪৩ বলে সাতটি চার ও ছয়টি ছক্কায় ৮৪ রান করেন। এদিন ম্যাচ সেরাও হয়েছেন তিনি। সমান ৩৪ রান করেন কলিন মুনরো ও অধিনায়ক কেন উইলিয়ামসন।

ভারতের পাঁচজন বোলারের সবাই প্রায় ওভার প্রতি নয়-এর বেশি রান দিয়েছেন। পান্ডিয়া দুই উইকেট পেলেও চার ওভারে ১২.৭৫ ইকোনোমিতে দিয়েছেন ৫১ রান।

আগামী ৮ ফেব্রুয়ারি অকল্যান্ডের সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি হবে।

Loading...