loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপিত

  • টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ নারী দল ঘোষণা

  • ভিনিসিয়ুসের নৈপুণ্যে ওসাসুনার বিরুদ্ধে রিয়ালের জয়

  • শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ না-দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

একুশে পদক ২০১৯ পাচ্ছেন ২১ জন ব্যক্তিত্ব


একুশে পদক ২০১৯ পাচ্ছেন ২১ জন ব্যক্তিত্ব

ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিল্পকলা, চারুকলা, গবেষণা, শিক্ষা এবং ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য একুশজন বিশিষ্ট ব্যক্তি একুশে পদক ২০১৯-এর জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে দুইজন পাচ্ছেন মরণোত্তর পুরস্কার। সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বুধবার (৬ ফেব্রুয়ারি) এ-তথ্য জানিয়ে বলা হয়, আগামী ২০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, এককালীন দুই লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু মনোনীত হয়েছেন ভাষা আন্দোলনে অবদানের জন্য। একই কারণে প্রয়াত অধ্যাপক হালিমা খাতুন ও অধ্যাপক মনোয়ারা ইসলামকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। 

ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য একুশে পদক পাচ্ছেন মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য। প্রয়াত পপ গায়ক আজম খান ও নজরুল-সঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিলের সঙ্গে এবার সঙ্গীতে একুশে পদক পাচ্ছেন গায়ক সুবীর নন্দী।

শিল্পকলায় সুবর্ণা মুস্তাফা, লাকী ইনাম ও লিয়াকত আলী লাকী এই পদক পাচ্ছেন অভিনয়ের জন্য। দেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম আলোকচিত্রে অবদানের জন্য ও চিত্রশিল্পী জামাল উদ্দিন আহমেদ চারুকলায় এই পুরস্কার পাচ্ছেন।

গবেষণায় ড. বিশ্বজিৎ ঘোষ ও মাহবুবুল হক এবং শিক্ষায় ড. প্রণব কুমার বড়ুয়াকে পদকের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া ভাষা ও সাহিত্যে রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের ও হরিশংকর জলদাস পদক পাচ্ছেন। 

১৯৫২’র ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে বাংলাদেশ সরকার ১৯৭৬ সাল থেকে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক প্রদান করছে।

Loading...