loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

স্পেশাল চাইল্ডদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ার আহ্বান


স্পেশাল চাইল্ডদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ার আহ্বান

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট নারী নেত্রী ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রিজিয়া রেজা চৌধুরী বলেছেন, স্পেশাল চাইল্ডরা আমাদের সমাজেরই অংশ। যেকোনো উন্নয়ন-অগ্রাযাত্রায় তাঁদেরকে সাথে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা টেকসই উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছি। সে-লক্ষে সকলকেই দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। অটিজম বা বিশেষায়িত কোনো শিশুকে অবহেলা করলে প্রতিযোগতামূলক বিশ্বে পিছিয়ে পড়তে হবে।

সম্প্রতি শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান প্রেরণা অটিজম, ইউনিট-২ চালু উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ-কথা বলেন। 

চট্টগ্রাম মহানগরীর আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা কাজী মুহাম্মদ ইসহাক, চুয়েটের সহকারী রেজিস্ট্রার ফজলুর রহমান, প্রেরণা অটিজমের সেক্রেটারি নাজিম উদ্দীন, প্রেরণা অটিজম স্কুলের প্রধান শিক্ষক মীর মেশকাতুন নূর, দি এরাবিয়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক হাবিবা নাজনীন মুন্নী প্রমুখ।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...