loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • প্রধানমন্ত্রী রোববার ব্রুনাই যাবেন

  • লাইলাতুল বরাতে পটকা-আতশবাজি নিষিদ্ধ

  • সাইবার অপরাধ রিপোর্টিংয়ে ফেলোশিপ পেলেন চার সাংবাদিক

  • রোহিঙ্গাদের অবশ্যই ফিরে যেতে হবে: প্রধানমন্ত্রী

  • ২২ এপ্রিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অ্যাঞ্জেলিনা জোলির শ্রদ্ধা


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অ্যাঞ্জেলিনা জোলির শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। বুধবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে তিনি এই শ্রদ্ধা জানান। প্রায় এক ঘণ্টা ধরে জাদুঘরের প্রতিটি অংশ ঘুরে দেখেন অ্যাঞ্জেলিনা জোলি।খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

 জাতিগত নিধনের শিকার হয়ে বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের দেখতে বাংলাদেশ সফরে আসা এই অভিনেত্রী জাদুঘরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার ছেলে ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। 

 জাদুঘর পরিদর্শন শেষে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রথমবারের মতো বাংলাদেশে আসা জোলি।

 ১৯৭৫ এর ১৫ অগাস্ট এই বাড়িতেই সপরিবারে নিহত হন স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমান। সে-সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।

 এর আগে সোমবার (৪ ফেব্রুয়ারি) অ্যাঞ্জেলিনা জোলি চার দিনের সফরে ঢাকায় আসার পরেই কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

 হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ২০১২ সাল থেকে ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন। এর আগে রোহিঙ্গা শিশুদের দেখতে এসেছিলেন জাতিসংঘের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া।

Loading...