loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • তৃতীয় ড্রিমলাইনার গাংচিল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • গ্রামীণফোনে নতুন সিএফও যোগ দিয়েছেন

  • ‘এসআইটি’ পদ্ধতিতে এডিস মশা নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত

  • ঢাবি’র ৫২তম সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি

  • ফ্রাঙ্ক রিবেরি এখন ফিওরেন্টিনায়

বিশ্ব ভালোবাসা দিবসে আমারি ঢাকার আয়োজন


বিশ্ব ভালোবাসা দিবসে আমারি ঢাকার আয়োজন

এবারের বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষটিকে উপহার দিন আমারির আকর্ষণীয় কাপল রুম প্যাকেজ ও রোমান্টিক ডাইনিং। প্রিয়জনের সাথে বিশেষ মুহূর্ত উপভোগ করার জন্য আমায়া ফুড গ্যালারিতে রয়েছে বিশেষ চমক  ও ক্যাসকেড লবি লাউঞ্জে রয়েছে অসাধারণ এক সেট মেনু।

লেভেল ১৩তে অবস্থিত আমায়া ফুড গ্যালারিতে রয়েছে ভ্যালেনটাইন স্পেশাল গুড়াডং সার্ভিস – যা আমারির দক্ষ শেফের মাধ্যমে প্রতিটি কাপল টেবিলে প্রদান করা হবে । বিখ্যাত স্প্যানিশ পায়েলা উপভোগ করুন এই বিশেষ গুড়াডং সার্ভিসে। এছাড়াও পালাক্রমে ইন্টারেক্টিভ চাইনিজ, জাপানিজ, থাই, ইটালিয়ান ফুড ও থাকছে। 

ল্যাম্ব, চিকেন, প্রন, হরেক পদের আকর্ষণীয় মিষ্টান্ন, আইসক্রিম, বারবিকিউ, সুশি, লাইভ নুডুল সুপ্ স্টেশন সহ ১০০ ও বেশি পদের সমারোহতো থাকছেই এই লাইভ বুফে স্টেশনে।  যুগলরা এই অফার উপভোগ করতে পারবেন ১০,০০০ টাকায়, অথবা সিঙ্গেল বুফে মূল্য ৫,০০০ টাকা।

ক্যাসকেড লবি লাউঞ্জে থাকবে এক্সক্লুসিভ চার কোর্স সেট মেনু। স্প্যানিশ, ইটালিয়ান, কন্টিনেন্টাল খাবার আর সংমিশ্রণ থাকবে এই সেট মেনুতে। এই অফারটি উপভোগ করতে পারবেন ৭,০০০ টাকায় (প্রতি কাপল)।

১৪ ফেব্রুয়ারি থাকে ২৮ ফেব্রুয়ারি আমারি ঢাকার ব্রিজ স্পাতে একটি ট্রিটমেন্টের সাথে আরেটি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। ডিলাক্স রুম থাকছে ১৬,০০০ টাকায়। এই রুম প্যাকেজে  থাকবে ব্রেকফাস্ট, সেট ডিনার, লেট চেকআউট, ইন্টারনেট, সুইমিংপুল, জিমের ব্যবস্থা। বিশেষ এই প্যাকেজে রুম বুকিং দেয়া যাবে ১৪ ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি ১৬ পর্যন্ত।   

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৭৭৭৭৯৬৪৪৪, ০১৭০৮১২৪৬৯৫, ০১৭৭৭৭১৯৩১৯

 – সংবাদ বিজ্ঞপ্তি

Loading...