loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

নিউজিল্যান্ড সফরে নেই সাকিব!


নিউজিল্যান্ড সফরে নেই সাকিব!

আগামী বুধবার (১৩ ফেব্রুয়ারি) থেকে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় দ্বিপক্ষীয় একদিনের সিরিজে খেলছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুধু তা-ই নয় এই সফরের টেস্ট সিরিজ থেকেও প্রায় ছিটকে গেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

শনিবার (৯ ফেব্রুয়ারি) বিসিবি’র পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বাঁহাতের অনামিকায় চোট পাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।

জানা গেছে, গতকাল মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএল-এর ফাইনালে থিসারা পেরেরার বল পুল করতে গিয়ে বাঁম হাতের অনামিকায় বলের আঘাত পান তিনি। পরের বলেই আউট হন তিনি। ম্যাচ শেষে স্ক্যান করালে চিড় ধরা পড়ে আঙুলে। সেজন্য সাকিবকে বিশ্রাম দিয়েছেন বিসিবির জেষ্ঠ চিকিৎসক দেবাশীষ চৌধুরী। 

দুঃসংবাদটা আরও বাড়িয়ে দিলেন তিনি – সাকিবের আঘাত কাটিয়ে উঠতে তিন সপ্তাহ সময় লাগবে। তাতে ওডিআই সিরিজের পর টেস্ট সিরিজেও দেখা না-ও যেতে পারে বাংলাদেশ অধিনায়ককে। ফলে টাইগারদের হয়তাে নিউজিল্যান্ড সফর পুরোটাই করতে হবে সাকিবকে ছাড়া।

এই সফরের সূচি অনুযায়ী, প্রথম টেস্ট শুরু হবে ২৮ ফেব্রুয়ারি, দ্বিতীয়টি ৮ মার্চ, এবং সিরিজের শেষ টেস্ট ১৬ মার্চ। আঙুলের চিড় সেরে গেলে টেস্ট সিরিজের শেষ ম্যাচেই শুধু মাঠে নামতে পারবেন তিনি।

দেবাশীষ আরও জানিয়েছেন, চোট সারার পর পরই মাঠে নামা অনুচিত। আঘাত কাটানোর পর পুনর্বাসন প্রক্রিয়া আছে। সেই অনুযায়ী শেষ টেস্টেও সাকিবের না ফেরার সম্ভাবনাই বেশি।

গত বছর আঙুলে আঘাত পেয়ে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি সাকিব। একই কারণে এশিয়া কাপের শেষের দিকে দেশে ফিরে আসতে হয় তাঁকে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষেও দেখা যায়নি তাঁকে। এবার নিউজিল্যান্ড সফরে টাইগারদের সঙ্গী হতে পারলেন না সাকিব।

বিপিএল-এ এর আগে পায়ে আঘাত পাওয়ায় নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েন পেসার তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ডে বুধবার থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। শেষ হবে ২০ ফেব্রুয়ারি।

Loading...