loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ই-ক্যাব প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও বিপিসির সাথে চুক্তি স্বাক্ষর


ই-ক্যাব প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও বিপিসির সাথে চুক্তি স্বাক্ষর

গত ৪ ফেব্রুয়ারি বাংলামোটরে অবস্থিত পদ্মা লাইফ টাওয়ারে ই-ক্যাবের (ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ) একটি অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়। সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি (ই-ক্যাব উপদেষ্টা) প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্যাব-এর সভাপতি শমী কায়সার, সাধারণ সম্পাদক মো: আবদুল ওয়াহেদ তমাল, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের ডিজি মুনীর চৌধুরী, ই-বাণিজ্য প্রকল্পের পিডি জনাব হাফিজুর রহমান ও বিজনেস প্রমোশন কাউন্সিলের কো-অর্ডিনেটর জনাব সেলিম উদ্দিনসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।

একই দিনে বাংলাদেশ বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)’র সাথে ই-ক্যাব-এর একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেশে ই-কমার্স উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে ৫ ফেব্রুয়ারি ২০১৯ থেকে বাণিজ্য মন্ত্রণালয় (ডব্লিউটিও সেল) ও বাংলাদেশ বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)’র উদ্যোগে এবং ই-ক্যাবের সহায়তায় শুরু হয়েছে ‘ই-বাণিজ্য করব, নিজের ব্যবসা গড়ব’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রম।

এতে দেশব্যাপী প্রায় ৫,০০০ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হবে। অংশগ্রহণকারীদের দৈনিকভাতা, খাওয়াসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হবে। প্রশিক্ষণ শেষে সব প্রশিক্ষণার্থীকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি সনদপত্র দেয়া হবে।

প্রসঙ্গত, দেশব্যাপী ই-কমার্স উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ই-ক্যাব। ই-ক্যাব সারাদেশে অনলাইনভিত্তিক ব্যবসাকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...