loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপিত

  • টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ নারী দল ঘোষণা

  • ভিনিসিয়ুসের নৈপুণ্যে ওসাসুনার বিরুদ্ধে রিয়ালের জয়

  • শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ না-দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

“মমপ্রেনার - এবার মায়েরা হবে স্বাবলম্বী” অনুষ্ঠান ১০ মার্চ


“মমপ্রেনার - এবার মায়েরা হবে স্বাবলম্বী” অনুষ্ঠান ১০ মার্চ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট-এর বাস্তবায়নে আগামী ১০ মার্চ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে হতে যাচ্ছে “মমপ্রেনার- এবার মায়েরা হবে স্বাবলম্বী”। বাংলাদেশে এই প্রথম মায়েদের স্বাবলম্বী এবং সফল উদ্যোক্তাে হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

“মমপ্রেনার - এবার মায়েরা হবে স্বাবলম্বী” অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেব উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান।

প্রায়শই দেখা যায় অনেক মায়েরা তাঁদের ছেলেমেয়েদের জন্য স্কুলের সামনে অপেক্ষা করে মূল্যবান সময় ব্যয় করে থাকেন। তাঁদের জ্ঞান, সক্ষমতা, সময় এবং আগ্রহ রয়েছে, কিন্তু দিক নির্দেশনা এবং পেশাগত দক্ষতার অভাবে সেই সক্ষমতাগুলো নিস্ক্রিয় হয়ে আছে। সেই মায়েদের সুপ্ত প্রতিভা এবং নিস্ক্রিয় সক্ষমতাকে জাগ্রত করতে পারলে তাঁদের সম্ভাবনার বিকাশ ঘটবে। 

“মমপ্রেনার - এবার মায়েরা হবে স্বাবলম্বী” উদ্যোগটি সেই সকল মায়েদের জন্যই করা। মায়েদের প্রশিক্ষণের আওতায় এনে দিক নির্দেশনা দিয়ে স্বাবলম্বী হিসেবে গড়ে তােলা হবে যাতে তাঁরা পারিবারিক অর্থনীতিতে অবদান রাখতে পারেন ও ঘরে বসে উপার্জন করতে পারেন, এবং এর পাশাপাশি (ফেইসবুক কমার্স) এর সুবিধা নিতে পারেন। 

পছন্দের বিষয়ের ওপর উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে মায়েদের সহায়তা করবে “মমপ্রেনার- এবার মায়েরা হবে স্বাবলম্বী”। এই প্রশিক্ষণটি মায়েদের সৃজনশীলতা বিকাশে সাহায্য করবে। 

এই “মমপ্রেনার - এবার মায়েরা হবে স্বাবলম্বী” সম্পর্কিত বিস্তারিত তথ্যসমুহ গত ১৭ ফেব্রুয়ারি, জাতীয় প্রেস ক্লাবে মিট দি প্রেস অনুষ্ঠানে তুলে ধরেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ড. মোঃ মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনিস্টিটিউট-এর উপদেষ্টা কে এম হাসান রিপন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন সহকারী পরিচালক আনোয়ার হাবিব কাজল ও আমেনা হাসান এনা। 

বিস্তারিতঃ mom.dis.edu.bd 

 – সংবাদ বিজ্ঞপ্তি

Loading...