loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শ্রীলংকার বিরুদ্ধে টাইগারদের টেস্ট দল ঘোষণা

  • সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার পেলেন সেলিনা হোসেন

  • খালিদকে ফেরানো গেলো না কিছুতেই...

  • শ্রীলংকাকে হারিয়ে টাইগারদের ওডিআই সিরিজ জয়

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ নারী দল ঘোষণা

রাসায়নিক গুদাম সরাতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী


রাসায়নিক গুদাম সরাতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরানোর জন্য সংশ্লিষ্ট সকলের পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বারবার অভিযান পরিচালনা করার পরেও এখনও সেখানে রাসায়নিকের গুদাম রয়েছে - যা দুঃখজনক।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে যান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বুধবার রাতে (২০ ফেব্রুয়ারি) চকবাজারের চুড়িহাট্টা মোড়ের পাঁচটি ভবনের আগুনে জীবন্ত দগ্ধ হন অন্তত ৬৭ জন। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন নয় জন। তাঁদের সবার অবস্থা এখনও সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Loading...