loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপিত

  • টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ নারী দল ঘোষণা

  • ভিনিসিয়ুসের নৈপুণ্যে ওসাসুনার বিরুদ্ধে রিয়ালের জয়

  • শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ না-দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

নেইমার, এমবাপ্পের পিএসজিতে থাকা ২০০০ ভাগ নিশ্চিত


নেইমার, এমবাপ্পের পিএসজিতে থাকা ২০০০ ভাগ নিশ্চিত

ফিনান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) আইন পূরণ করতে যেয়ে প্যারিস সেইন্ট-জার্মেই কখনই নেইমার কিংবা কিলিয়ান এমবাপ্পেকে অন্য ক্লাবের কাছে বিক্রি করবে না বলে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন ফ্রান্সের লিগ ওয়ান-এর ক্লাবটির সভাপতি নাসির আল-খেলাফি। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

গত বছর পিএসজি’র বিপক্ষে ডার স্পিজেল ও মিডিয়াপার্ট অভিযোগ তুলে বলেছিল - তাঁরা এফএফপির ব্যয়-সংক্রান্ত আইন কৌশলে ফাঁকি দিয়েছে। সংস্থাগুলোর দাবী ছিল স্পোর্টস প্রতিষ্ঠানটির সব ধরনের আইনের বিপক্ষে পিএসজি শুধুমাত্র বিরোধিতাই করেছে। 

কেউ কেউ আবার বলেছেন পিএসজি আইন মানতে গিয়ে তাঁদের খেলোয়াড় বিক্রিবাবদ অর্থের সাথে আপোষ করবে। কিন্তু আল-খেলাফি সব ধরনের অভিযোগ নাকচ করে বলেছেন, নেইমার ও এমবাপ্পের মধ্যে যেকোনো একজনকে ছেড়ে দেবার যে-গুজব কথা এখানে উঠানো হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। 

পার্ক ডি প্রিন্সেসে এই দুই তারকার থাকা নিয়ে পিএসজি সভাপতি বলেছেন, “এটা শতভাগ নয়, ২০০০’ ভাগ নিশ্চিত, তাঁরা প্যারিসেই থাকছেন। অনেক গণমাধ্যম বিশেষ করে ফ্রান্সে এই বিষয়টি বেশ জোরেসোরেই শোনা যাচ্ছে পিএসজি নেইমার কিংবা এমবাপ্পের মধ্যে যেকোন একজনকে ছেড়ে দিতে যাচ্ছে। কিন্তু আমি বিষয়টি নিশ্চিত করতে চাই, এঁদের কেউই আমাদের ছেড়ে যাচ্ছেন না। অবশ্যই আমরা অন্য খেলোয়াড় কিনতে চাই। এফএফপি’র ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই এই কাজ করতে চাই। আমরা এতে আত্মবিশ্বাসী।”

Loading...