loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

অস্কার জিতেছে ‘গ্রিন বুক’


অস্কার জিতেছে ‘গ্রিন বুক’

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে পিটার ফ্যারেলির ‘গ্রিন বুক’ বিশ্ব চলচ্চিত্রের সেরা পুরস্কার জিতেছে। বিশ শতকের ষাটের দশকে আমেরিকায় বর্ণবাদের শিকার একজন কৃষ্ণাঙ্গ পিয়ানিস্টের গল্প নিয়ে নির্মিত সিনেমা এই ‘গ্রিন বুক’।

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে রোববার (২৪ ফেব্রুয়ারি) বসেছিল অস্কারের জমকালো আসর। এতে মেক্সিকান নির্মাতা আলফন্সো কুয়ারনের ছবি ‘রোমা’ ১০টি বিভাগে মনোনয়ন পায়। আলফন্সো নিজেও পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। আরও দুটি বিভাগে সেরা হয়েছে তাঁর সিনেমা।

‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ চলচ্চিত্রে অভিনয় করে মিসরীয় বংশোদ্ভূত রামি মালিক পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। মোট পাঁচটি বিভাগে মনোনয়ন পাওয়া এই সিনেমা চারটিতেই সেরার পুরস্কার পেয়েছে।

‘দি ফেইভরিট’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর অস্কার পেয়েছেন অলিভিয়া কোলম্যান। ১৮ শতকের শুরুর দিকে সংকটময় এক পরিস্থিতিতে ব্রিটেনের রানি অ্যানের ভূমিকায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন সেরা অভিনেত্রীর সস্মান।

‘ইফ বিয়েল স্ট্রিট কুড টক’ সিনেমায় অভিনয়ের জন্য রেজিনা কিং পেয়েছেন সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার। ‘গ্রিন বুক’ এর মাহারশালা আলি পেয়েছেন সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার।

বিদেশি ভাষার শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ‘রোমা’। এছাড়া পূর্ণদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে স্পাইডার-ম্যান: ইনটু দি স্পাইডার-ভার্স।

মৌলিক কণ্ঠ-সংগীতে সেরা অস্কার পেয়েছে ‘শ্যালো’ (আ স্টার ইজ বর্ন সিনেমা, সুর ও কথা: লেডি গাগা, মার্ক রনসন, অ্যান্থনি রোসোমান্ডো এবং এন্ড্রু ওয়েইট)।

Loading...