loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ দু’দিন বাড়লো


অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ দু’দিন বাড়লো

দুই দিন বাড়লো বাংলা একাডেমির ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৯’র সময়। লেখক ও প্রকাশকদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৯’-এর সময়সীমা দুই দিন বাড়ানো হলো। ফলে আগামী ২ মার্চ পর্যন্ত এবারের অমর একুশে গ্রন্থমেলা চলবে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের। 

এর আগে বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে মেলা-মঞ্চে প্রতিবেদন তুলে ধরেন সদস্য সচিব ড. জালাল আহমেদ। তিনি বলেন, এবারের গ্রন্থ মেলায় নতুন বই এসেছে ৪ হাজার ৬শ’ ৮৫ টি।

এ-বছরই প্রথমবারের মত বাংলা একাডেমি ‘কবি জসীম উদ্দীন সাহিত্য পুরস্কার ২০১৯’ প্রদান করেছে। এবারের জসীম উদ্দীন সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি নির্মলেন্দু গুণ।

এছাড়া মেলামঞ্চে চারটি বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

২০১৮ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য কথাপ্রকাশকে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার ২০১৯’ প্রদান করা হয়।

২০১৮ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে গুণমান ও শৈল্পিক বিচারে সেরা গ্রন্থ বিভাগে গোলাম মুরশিদের ‘বিদ্রোহী রণক্লান্ত: নজরুল-জীবনী’ গ্রন্থের জন্য প্রথমা প্রকাশনকে, মইনুদ্দীন খালেদের ‘মনোরথে শিল্পের পথে’ গ্রন্থের জন্য জার্নিম্যান বুক্সকে, ও মারুফুল ইসলামের ‘মুঠোর ভেতর রোদ’ গ্রন্থের জন্য চন্দ্রাবতী একাডেমিকে ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৯’ প্রদান করা হয়েছে।

২০১৮ সালে প্রকাশিত শিশুতোষ বইয়ের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডকে ‘রোকনুুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার ২০১৯’ প্রদান করা হয়।

এবারের অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে মধ্যমা (এক ইউনিট), বাতিঘর (বহু ইউনিট), পাঞ্জেরী পাবলিকেশন্স লি.(প্যাভেলিয়ন)-কে ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৯’ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত সকল প্রকাশককে অর্থ, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

Loading...