loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত


আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা শুক্রবার (১ মার্চ) বিকেলে গণভবনে অনুষ্ঠিত হয়েছে। মনোনয়ন বোর্ডের চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, রাশিদুল আলম, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, ড. আব্দুর রাজ্জাক, মো. ফারুক খান, মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আবুল হাসনাত আব্দুল্লাহসহ মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

দলীয় সূত্র জানায়, আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ১৬টি জেলার ১২২টি উপজেলার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার লক্ষ্যে এই সভা ডাকা হয়।

নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দীন আহমেদ গত ২০ ফেব্রুয়ারি নগরীর নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে দেশব্যাপী পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ৪ মার্চ। মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের তারিখ ৬ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ।

Loading...