loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

বইমেলায় সাড়া ফেলেছে মি. নুডল্স’র সহযোগিতায় রক্তদান কর্মসূচি


বইমেলায় সাড়া ফেলেছে মি. নুডল্স’র সহযোগিতায় রক্তদান কর্মসূচি

বাঙালি লেখক-পাঠক-প্রকাশকের প্রাণের উৎসব অমর একুশে বইমেলায় ব্যাপক সাড়া ফেলেছে মি. (মিস্টার) নুডল্সের সহযোগিতায় পুলিশ ব্লাড ব্যাংকের মাসব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এই কর্মসূচি থেকে পুলিশ ব্লাড ব্যাংকে প্রায় এক হাজার ব্যাগ রক্ত জমা পড়েছে।

মি. নুডল্স-এর প্রধান বিপণন কর্মকর্তা তোষন পাল বলেন, “প্রতিদিন গড়ে ৩০-৪০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। এতে তরুণ-তরুণীদের উপস্থিতিই বেশি। রক্তদাতাদের উপহার হিসেবে মি. নুডলসের পক্ষ থেকে নুডলস, কেক ও  কোট পিন দেওয়া হয়েছে। এছাড়া দানকৃত রক্তের পাঁচটি পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “এখানে দান করা রক্ত পুলিশ ব্লাড ব্যাংকে জমা হয়েছে। যেকেউ এই ব্লাড ব্যাংক থেকে প্রয়োজন অনুযায়ী রক্ত সংগ্রহ করতে পারবেন। তবে ব্লাড ব্যাগ ও অন্যান্য আনুষাঙ্গিক সেবার জন্য ৫০০ টাকা চার্জ নেওয়া হয়।”

তোষন পাল আরও বলেন “ মি. নুডল্স এ ধরনের সমাজসেবামূলক কর্মকান্ডের সাথে যুক্ত হয়ে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে। এই মহৎ উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

অমর একুশে বইমেলা ২০১৯ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই উদ্যোগ নিয়েছে। ২০১০ সালের ১২ ডিসেম্বর পুলিশ ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করেন ডিএমপির তৎকালীন উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...