loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

পর্দা নামলো অমর একুশে গ্রন্থমেলার


পর্দা নামলো অমর একুশে গ্রন্থমেলার

শেষ হলো অমর একুশে গ্রন্থমেলা ২০১৯। সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে এবারের মেলার সমাপ্তি ঘটেছে। শনিবার (১ মার্চ) রাত নয়টায় বইয়ের জগতের এই মিলনমেলার পর্দা নামে।

শেষ দিনে ৬৩টি নতুন বই প্রকাশিত হয়েছে। এ-নিয়ে এবারের মেলায় ১ মাস ২ দিনে মোট ৪ হাজার ৮৩৪টি নতুন বই প্রকাশ পেলো। গত বছরের মেলায় নতুন বই প্রকাশিত হয়েছিল ৪ হাজার ৫৯০টি। এ-বছর নতুন বইয়ের সংখ্যা ২৪৪টি বৃদ্ধি পেয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

গত পয়লা ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পুরো ফেব্রুয়ারি মাস মেলা চলে। এ-বছর প্রকাশকদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার সময় দুইদিন বাড়িয়ে ২ মার্চ পর্যন্ত বর্ধিত করেন। ফলে এক মাস দুই দিন এবারের মেলা চলেছে।

সোহরাওয়ার্দী উদ্যানে মোড়ক উন্মোচন মঞ্চে ৩০ দিনে ৮২৪টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ‘লেখক বলছি’ মঞ্চে ৩১০ জন প্রবীণ, নবীন, তরুণ লেখক, প্রকাশক ও সাহিত্যিকেরা তাঁদের নতুন বই নিয়ে পাঠকের মুখোমুখি হন।

মেলায় নিরাপত্তা কাজে বিভিন্ন বাহিনীর ১২শ সদস্য নিয়োজিত ছিলেন।

Loading...