loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ঈদ-নববর্ষের ছুটি শেষে অফিস খুলেছে

  • লিভারপুলের পরে আর্সেনালের পরাজয়ে ম্যানসিটিই শীর্ষে

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

  • শিল্পকলা একাডেমিতে বর্ষবরণ

  • আনন্দমুখর পরিবেশে বঙ্গাব্দ-১৪৩১ বরণ-উৎসব উদযাপিত

ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্কে বিইউ চ্যাম্পিয়ন


ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্কে বিইউ চ্যাম্পিয়ন

ইউসিবি পাবলিক পার্লামেন্ট জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি শিরোপা জিতেছে। 

সম্প্রতি রাজধানীর এফডিসিতে “আঞ্চলিক ঐক্যমত্য ছাড়া রোহিঙ্গা সংকট নিরসন সম্ভব নয়” শীর্ষক এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনের এই বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) কে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) চ্যাম্পিয়ন হয়েছে।

প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন। এদিন অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ, রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মাহাবুবুল হক (অব:), বিইউ’র ইংরেজি বিভাগের চেয়ারম্যান শেখ আলাউদ্দিনসহ বিপুল সংখ্যক ছাত্রছাত্রী।

পুরস্কার হিসেবে প্রতিযোগিতায় বিজয়ী দল ২ লাখ টাকা, রানার্স আপ দল ১ লাখ টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দল ইস্টার্ন ইউনিভার্সিটি ৫০ হাজার টাকা পেয়েছে। 

বাংলাদেশ ইউনিভার্সিটির বক্তারা হলেন - আবির কামাল আজাদ, আজিজুল হক ও মোঃ রিয়াজ হোসেন।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...