loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

স্টার্লিংয়ের হ্যাটট্রিক, ম্যান সিটির সহজ জয়


স্টার্লিংয়ের হ্যাটট্রিক, ম্যান সিটির সহজ জয়

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সময়টা ভালোই যাচ্ছে। গত পাঁচটি ম্যাচের সবগুলোতেই জিতেছে দলটি। জয়ের ধারা অব্যাহত রাখতেই পয়েন্ট টেবিলের আট নম্বর দল ওয়াটফোর্ডের বিপক্ষে শনিবার (৯ মার্চ) মাঠে নামে পেপ গার্ডিওলার শিষ্যরা। ইংলিশ ফরোয়ার্ড রহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে ৩-১ গোলের সহজ জয়ও পেয়েছে সিটিজেনরা।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ওয়াটফোর্ডের বিপক্ষে আধিপত্য দেখায় ম্যান সিটি। ১৭ মিনিটে ডেভিড সিলভার শট ফিরিয়ে দেন ওয়াটফোর্ডের গোলরক্ষক। প্রথমার্ধে বলার মতো আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি সিটিজেনরা। ৪৫ মিনিটে একটি সুযোগ পেয়েছিলেন অ্যাগুয়েরো। তবে তা কাজে লাগাতে পারেননি তিনি।

বিরতির পর শুরুতেই গোলের দেখা পায় সিটিজেনরা। ৪৬ মিনিটে রহিম স্টার্লিং ওয়াটফোর্ডের জালে বল জড়ান। তবে সাইড লাইনের রেফারি প্রথমে তা অফসাইডের কারণে বাতিল করেন। পরে রেফারির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত বদলান। ফলে ১-০ গোলে এগিয়ে ম্যানসিটি।

লিড বাড়াতে সময় নেয়নি সিটিজেনরা। ৫০ মিনিটে রিয়াদ মাহরেজের বাড়ানো বল ফাঁকায় দাঁড়ানো স্টার্লিং পা ছুঁইয়ে ওয়াটফোর্ডের জালে বল জড়াতে ভুল করেননি (২-০)।

এরপর ৫৯ মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন স্টার্লিং। ডেভিড সিলভার বাড়ানো বল ডি-বক্সের মধ্যে পান তিনি। ডিফেন্ডারেদের ফাঁকি দিয়ে দারুণ এক গোলে সিনিজেনদের তিন গোলে এগিয়ে নেন।

৬৬ মিনিটে ওয়াটফোর্ডের ডেউলুফু একটি গোল শোধ করেন। ৭৮ ও ৭৯ মিনিটে দুটি গোলের সুযোগ নষ্ট করেন অ্যাগুয়েরো ও ডেভিড সিলভা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে গার্ডিওলাবাহিনী।

এই জয়ে ৩০ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। একটি ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান দ্বিতীয়।

Loading...