loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

কম্বোডিয়াকে ১-০ গোলে হারালো বাংলাদেশ


কম্বোডিয়াকে ১-০ গোলে হারালো বাংলাদেশ

রবিউল হাসানের একমাত্র গোলে কম্বোডিয়াকে হারিয়েছে বাংলাদেশ ফুটবল দল। পাঁচমাস পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেমে নমপেনে জয়ের মুখ দেখলো জেমি ডে’র শিষ্যরা।

শনিবার (৯ মার্চ) ম্যাচের ৮৩ মিনিটে দলীয় আক্রমণের পর সুফিলের ক্রস থেকে বল পেয়ে আলতো টোকায় গোলটি করেন রবিউল। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২, কম্বোডিয়ার ১৭২। তবে র‌্যাংকিং, প্রতিপক্ষের মাঠ, দর্শক সবকিছু ছাপিয়ে উৎসবে মাতে বাংলাদেশ দল।

এর আগে গত ৬ মার্চ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যচ খেলতে কম্বোডিয়ায় পৌঁছায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

সর্বশেষ গত বছর ১০ অক্টোবর বঙ্গবন্ধু গোল্ডকাপে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। এরপর কোচের পরামর্শ অনুযায়ী এই প্রীতি ম্যাচের ব্যবস্থা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

সামনে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। তাই অনূর্ধ্ব-২৩ দলের ১১ জনকে স্কোয়াডে রেখেছেন কোচ জেমি ডে। এঁদের ওপর কোচের নজর থাকবে বেশি। জানা গেছে, কম্বোডিয়া থেকে ফিরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

- সূত্র: ওয়েবসাইট

Loading...