loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

টি-টোয়েন্টিতে বিশ্বজয়ীদের লজ্জার রেকর্ড


টি-টোয়েন্টিতে বিশ্বজয়ীদের লজ্জার রেকর্ড

তিন ম্যাচ সিরিজে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। রোববার (১০ মার্চ) শেষ টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিবীয়দের আট উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলো ইংলিশরা।

এই ম্যাচে ৭১ রানে সব উইকেট হারানোর ফলে টি-টোয়েন্টিতে বল মোকাবেলার দিক থেকে সর্বনিম্ন রান সংগ্রহকারী দলের তালিকায় পাঁচ নম্বরে এখন ওয়েস্ট ইন্ডিজ।

এদিন ৭২ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানে ওপেনার অ্যালেক্স হেলসের উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ব্যক্তিগত ৩১ রানে বিদায় নেন আরেক ওপেনার জনি বেয়ারস্টো। দলীয় রান তখন ৬০। এরপর এউইন মরগান ও জো রুট দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ইংলিশ বোলার ডেভিড উইলির বোলিং-তোপের মুখে পড়ে স্বাগতিকরা। ২৪ রানে চার উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ; তা আর সামালাতে পারেনি ক্যারিবীয়রা। ইংল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫৬ রানে আট উইকেট হারিয়ে বসে দলটি। শেষ পর্যন্ত ৭১ রানে অলআউট হয় উইন্ডিজ। 

ইংল্যান্ডের ডেভিড উইলি সাত রানে চার উইকেট নেন। মার্ক উড নেন তিন উইকেট। ইংল্যান্ডের উইলি ম্যাচ সেরা ও ক্রিস জর্ডান সিরিজ-সেরা নির্বাচিত হয়েছেন।

Loading...