loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ডাকসু’র নতুন ভিপি নূর, জিএস গোলাম রাব্বানী


ডাকসু’র নতুন ভিপি নূর, জিএস গোলাম রাব্বানী

দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হয়েছেন বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর। এর মাধ্যমে ২৫তম ভিপি হিসেবে ডাকসু’র গৌরবময় ইতিহাসের অংশ হলেন তিনি। সোমবার (১১ মার্চ) দিনগত রাতে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, নূরুল হক নূর পেয়েছেন ১১,০৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্মিলিত শিক্ষার্থী সংসদের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯,১২৯ ভোট। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র। তিনি পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে দেশব্যাপী তিনি আলোচনায় আসেন। 

এছাড়া, ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক (জিএস) পদে ও সাদ্দাম হোসেন সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন।

এদিকে ছাত্রলীগের ভিপি প্রার্থী শোভনের সমর্থকরা নির্বাচনে ভিপি পদের ফলাফল প্রত্যাখ্যান করেছেন এবং ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনে বিভিন্ন ধরণের অনিয়মের অভিযোগ উঠেছে ও অধিকাংশ প্যানেলের প্রার্থীরা ভোট বর্জন করেছেন। তবে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ ছিল বলে দাবি করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেছেন, “আমি খুশি এবং নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানাই।”

Loading...