loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

রিয়ালকে ভালোবাসেই ফিরলেন জিদান


রিয়ালকে ভালোবাসেই ফিরলেন জিদান

নয় মাস পর আবারও রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিলেন জিনেদিন জিদান। এসেই জানিয়ে দিলেন, রিয়ালকে ভালোবাসেন বলেই তাঁর ফেরা। স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তিতে ২০২২ সাল পর্যন্ত কোচের দায়িত্বে থাকবেন এই ফরাসি লেজেন্ড। দায়িত্ব নেওয়ার পর সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গী ছিলেন সাবেক ক্লাব সতীর্থ রাউল গঞ্জালেস, রবার্টো কার্লোস, বোর্ড পরিচালক ও স্ত্রী ভেরোনিক। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

সংবাদ সম্মেলনের শুরুতেই ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ বলেন, “এটা নতুনভাবে শুরু। নতুন যুগের শুরুতে আমাদের পথ দেখানোর দায়িত্বে জিনেদিন জিদান। বিশ্বের সেরা কোচ এখানে, ধন্যবাদ জিজু (জিদানের ডাকনাম) তোমাকে কিংবদন্তি এই ক্লাবের অংশ হওয়ার জন্য।”

এরপরেই দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়া জিদান বলেন, “আমি জানি এটা একটা বিশেষ দিন, সবার জন্য, আমি খুবই খুশি। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রেসিডেন্ট বলেছেন আমি ফেরায় তিনি খুশি। আসলে আর কিছুই বলার নেই। আমি ফিরতে পেরে দারুণ খুশি। আমি কাজ করতে চাই এবং এই ক্লাব যেখানে থাকার যোগ্য, আমি তাঁদের সেখানে নিতে চাই। কাল থেকেই আমি অনুশীলনে নজর দিচ্ছি।”

গত গ্রীষ্মে দল ছেড়ে দেওয়ার পরও অবশ্য জিদান স্পেন ছাড়েননি। তিনি বলেন, “আমি খুব বেশি দূরে যাইনি, এখনও এখানেই আছি। তবে এই ক্লাব ও স্কোয়াডের সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই খুশি।”

এদিকে রিয়াল কেন ছেড়েছিলেন - এমনটি জানতে চাওয়া হলে জিদান বলেন, “আমি ক্লাবের ভালোর জন্য ছেড়েছিলাম। সবকিছু জয়ের পর স্কোয়াডে একটি পরিবর্তন দরকার ছিল।”

ফিরে এসে খুব দ্রুতই দলের কাজে নেমে পড়ছেন জিদান। আগামী শনিবারই লিগের ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল। এই মৌসুমে অবশ্য রিয়ালের কোনো শিরোপা জয়ের আশা নেই। ইতোমধ্যে কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছে গ্যালাকটিকোরা। 

লা লিগায় বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে থাকায় এখানেও বেশি কিছু আশা করাটা ঠিক হবে না । তবে জিদান এই মৌসুমের বাকি ম্যাচগুলোতে ইতিবাচক ফলাফলের মাধ্যমে আগামীর জন্য রিয়ালকে প্রস্তুতির কাজে নেমে পড়বেন, তা বলাই বাহুল্য!

Loading...