loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

তৃতীয় টেস্টেও নেই সাকিব


তৃতীয় টেস্টেও নেই সাকিব

২০ মার্চের আগে সাকিব আল হাসানের মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে খেলা হচ্ছে না সাকিবের। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

ক্রাইস্টচার্চে আগামী ১৬ মার্চ শুরু হবে তৃতীয় টেস্ট।

সাকিবের ফিটনেস নিয়ে আকরাম খান বলেছেন, “আমরা মেডিক্যালের রিপোর্ট পেয়েছি। আগামী ২০ মার্চের আগে সাকিব ফিরতে পারবেন না। তারপর ট্রেনিং করবে। পরে দেখা যাবে তাঁর কি অবস্থা। তাই নিউজিল্যান্ডে সাকিবের যাওয়ার কোনো সম্ভাবনাই নেই।”

বিপিএল-এর ফাইনালে আঘাত পাওয়ার পর তিন সপ্তাহ বিশ্রামে ছিলেন সাকিব। ৫ ফেব্রুয়ারি থেকে ফিটনেস ট্রেনিং শুরু করেছেন। রুটিন মাফিক জিম সেশনের পাশাপাশি বল হাতে ড্রিল করছেন। তবে ম্যাচ ফিটনেস কবে নাগাদ ফিরে পাবেন তা এখনও নিশ্চিত নয়। ফলে তৃতীয় টেস্টেও মাঠে নামছেন না  বিশ্বসেরা এই অলরাউন্ডার - তা নিশ্চিতভাবেই বলা যায়।

Loading...