loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ওবায়দুল কাদের এখন কেবিনে, বাইপাস সার্জারি হবে


ওবায়দুল কাদের এখন কেবিনে, বাইপাস সার্জারি হবে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আগামী সপ্তাহে বাইপাস সার্জারির প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা। কাদেরের শারীরিক অবস্থা এখন ভালো। তাঁকে নরম খাবারও দেয়া হচ্ছে।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীর চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ও নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী বুধবার (১৩ মার্চ) সকালে এ-তথ্য জানান।

এর আগে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে তাঁর পরিবারের সদস্যদের অবহিত করেন। এ-সময় কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার উল্লিখিত তথ্য জানানো হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

Loading...