loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

দ্বিতীয় কাঁচপুর সেতু উদ্বোধন করলেন শেখ হাসিনা


দ্বিতীয় কাঁচপুর সেতু উদ্বোধন করলেন শেখ হাসিনা

নারায়ণগঞ্জে দ্বিতীয় কাঁচপুর সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতু চালুর ফলে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে যেতে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান হবে, কমবে জনদুর্ভোগ। শনিবার (১৬ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় কাঁচপুর সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

ঈদসহ যেকোনো ছুটিতেই ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লেগে থাকতো বিশাল যানজট। দ্বিতীয় কাঁচপুর সেতু নির্মাণের ফলে এই যানজট অনেকটাই কমে আসবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। এছাড়া আগামী ঈদের আগেই মেঘনা সেতু চালু হবে বলে জানা গেছে। সেটি হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট একেবারেই না থাকার সম্ভাবনার কথা বলেছেন অনেকে।

বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র অর্থায়নে নির্মিত ৩৯৭.৩ মিটার দৈর্ঘ্যের চার লেনবিশিষ্ট দ্বিতীয় কাঁচপুর সেতু নির্মিত হয়েছে। আগের কাঁচপুর সেতুর সমান উচ্চতায় এই সেতু নির্মাণে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। বাংলাদেশে এই প্রথম এমন প্রযুক্তি ব্যবহার করে সেতুটি নির্মাণ করা হয়েছে।

Loading...