loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ডাকসু’র পুনর্নির্বাচন দাবি করলেন নুর


ডাকসু’র পুনর্নির্বাচন দাবি করলেন নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর নতুন করে “অবাধ ও সুষ্ঠু” নির্বাচনের দাবি জানিয়েছেন। রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি তোলেন নুর। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

শনিবার (১৬ মার্চ) ডাকসু ও হল সংসদের নেতাদের সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর প্রথম সংবাদ সম্মেলনে পুরনো দাবিই তুললেন কোটা-সংস্কার আন্দোলন থেকে ডাকসু’র নেতৃত্বে আসা নুর। ফলাফল ঘোষণার পর থেকে নির্বাচন বর্জনকারী পাঁচ প্যানেলের নেতাদের সঙ্গে নুরও আগামী ৩১ মার্চের মধ্যে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছিলেন।

এছাড়া, পুনর্নির্বাচন, ক্লাস-পরীক্ষা বর্জন ও ভিসির পদত্যাগের দাবিতে সোমবার (১৮ মার্চ) উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি দিয়েছে আন্দোলনকারীরা। সংবাদ সম্মেলনে পুনঃতফসিলের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন ও উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দেয়ার ঘোষণা দেন ভিপি নুর।

এর আগে সকালে নির্বাচন সংশ্লিষ্টদের পদত্যাগ ও মামলা প্রত্যাহারসহ ডাকসু’র পুনর্নির্বাচনের দাবিতে কর্মসূচি দেন প্রগতিশীল ছাত্রঐক্যের ভিপি প্রার্থী লিটন নন্দী। বাকী চারটি প্যানেলের পক্ষে একই কর্মসূচি দেন স্বতন্ত্র জোটের ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান।

এদিকে, প্রভোস্ট কমিটির বৈঠকে সোমবার ডাকসু’র নতুন নেতৃত্বের অভিষেকের দিন ঠিক করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সন্ধ্যায় উপাচার্যের বাসভবনে এই বৈঠক হবে। 

জানা গেছে, ডাকসু’র নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভিপি, জিএস, এজিএস - তিনজনের কক্ষের চাবি বুঝিয়ে দেয়ার পাশপাশি ভবনটি সাজানো হয়েছে নতুন করে; এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতার। 

২৮ বছর পর আড়মোড়া ভেঙ্গে নতুন সাজে সেজেছে ডাকসু ভবন। দেয়ালে নতুন রংয়ের প্রলেপ পড়েছে, সাজানো হয়েছে ভবনের দোতলার কক্ষগুলো। পুরোনো আসবাবপত্র সরিয়ে নতুন সামগ্রী শোভা পাচ্ছে ভিপি, জিএস, এজিএস, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক প্রমুখদের জন্য বরাদ্দকৃত কক্ষে। ডাকসু প্রথা অনুযায়ী এখন অভিষেক অনুষ্ঠান হওয়ার কথা। 

ছাত্রলীগ মনোনীতরা আনুষ্ঠানিকতার চেয়ে শিক্ষার্থী-কল্যাণে দ্রুত কাজ শুরুর কথা জানালেও দোটানায় এখন ভিপি নুর। বরাদ্দকৃত কক্ষের চাবি বুঝে নিলেও দায়িত্ব বুঝে নেবেন কি-না সে-বিষয়ে পরিষ্কার কিছু জানাননি নতুন ভিপি।

যাহোক, ২৮ বছরের স্থবিরতা কাটিয়ে কর্মচাঞ্চল্য ফিরে পাবে ডাকসু - এই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের।

Loading...