loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

মেসির হ্যাটট্রিকে বেটিসকে হারালো বার্সা


মেসির হ্যাটট্রিকে বেটিসকে হারালো বার্সা

রিয়াল বেটিস ও বার্সেলোনার এর আগের ম্যাচেও দুই গোল করেছিলেন লিওনেল মেসি; তবে দলের হার এড়াতে পারেননি। তবে রোববারের (১৭ মার্চ) ম্যাচে হ্যাটট্রিক করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন বার্সেলোনার এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রতিপক্ষের মাঠে বেটিসকে ৪-১ গোলে হারিয়ে ফিরেছে ক্যাটালান ক্লাবটি। মেসির তিন গোলের পাশাপাশি আরেকটি গোল করেছেন লুইস সুয়ারেজ। লা-লিগার এই ম্যাচে মেসি ক্যারিয়ারের ৫১তম হ্যাটট্রিক করলেন।

রোববার ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। তবে একাধিক সুযোগ পেয়েও একটির বেশি গোল করতে পারেনি স্বাগতিক বেটিস। অন্যদিকে প্রতিপক্ষের ভুলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বার্সা।

১৮তম মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে গোল করেন বার্সেলোনা-অধিনায়ক। চলতি আসরে ফ্রি-কিক থেকে এটি তাঁর চতুর্থ গোল। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে সুয়ারেজের সহায়তায় দ্বিতীয়টি গোল করেন মেসি।

৬৩তম মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে দুরন্ত গতিতে এগিয়ে বেটিসের দুইজন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে একক প্রচেষ্টায় গোল করেন সুয়ারেজ। লা লিগায় উরুগুয়ের ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ১২৮ গোল করা দিয়েগো ফোরলানের পাশে এখন আছেন সুয়ারেজও। চলতি আসরে এটি তাঁর ২১তম গোল।

৮২তম মিনিটে লোরেন মোরনের গোলে ব্যবধান কমায় বেটিস। অন্যদিকে ৮৫তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে দলকে বড় জয় এনে দেন মেসি। চলতি আসরে এটি মেসির ২৯তম ও সব মিলিয়ে মৌসুমে ৩৯তম গোল।

২৮ ম্যাচে ২০টি জয় ও দুইটি ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্তভাবে নিজেদের দখলে রাখলো বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদ ১০ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ৫৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে তিন নম্বরে।

Loading...