loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

বুধবার দেশব্যাপী শিক্ষার্থী ধর্মঘটের ঘোষণা


বুধবার দেশব্যাপী শিক্ষার্থী ধর্মঘটের ঘোষণা

বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল্স (বিইউপি)’র শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার ঘটনায় বুধবার (২০ মার্চ) সারাদেশে ক্লাস বর্জনের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার যমুনা ফিউচার পার্কের সামনে থেকে অবরোধ তুলে ক্লাস-ধর্মঘটের ঘোষণা দেন তাঁরা।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে প্রগতি সরণিতে দাঁড়িয়ে থাকা নিজ বিশ্ববিদ্যালয়ের বাসে উঠতে যাচ্ছিলেন বিইউপি’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবরার। রাস্তা পার হওয়ার সময় সুপ্রভাত পরিবহনের একটি বাসের নিচে পিষ্ট হন তিনি। পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ঘটনাস্থলেই আবরারের মৃত্যু হয়। ঘটনার পর রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন আশপাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী ও স্থানীয় লোকজন।

আবরার জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। তাঁকে চাপা দেওয়ার সময় বাসটি অন্য একটি বাসের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনায় জড়িত সুপ্রভাত পরিবহনের বাস চালক ও বাসটিকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

Loading...