loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের অবরোধ


নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের অবরোধ

নিরাপদ সড়কের দাবিতে আবার রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। এবারও ‘আমরা সুবিচার চাই’ স্লোগান-সম্বলিত ব্যানার নিয়ে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাঁরা।

বুধবার (২০ মার্চ) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সামনের সড়ক, ফার্মগেট পুলিশবক্স ও শুক্রাবাদ এলাকায় সড়ক অবরোধের খবর প্রকাশিত হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমে। এছাড়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরান ঢাকার রায়সাহেবের বাজার মোড় অবরোধ করে অবস্থান করছেন বলে জানা গেছে।

শিক্ষার্থীদের অবরোধের ফলে রাজধানীর বিভিন্ন সড়কে, বিশেষ করে, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, বিজয় সরণি, মহাখালী, প্রগতি সরণি, মিরপুর রোডে যানজট সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কাছে নর্দ্দায় বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ায় বুধবার সারাদেশে ক্লাস-ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার ঢাকা-উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া আন্দোলনরত শিক্ষার্থীদের যে আশ্বাস দেন তা তাঁরা মেনে নেননি। বসুন্ধরা আবাসিক এলাকার কাছে প্রগতি সরণিতে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী আবরারের নামে একটি পদচারী সেতু উদ্বোধনের সময় মেয়র ও পুলিশ কমিশনার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সড়ক নিরাপদ করার বিষয়ে তাঁদের আশ্বস্ত করার চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা সেই আশ্বাস প্রত্যাখ্যান করে কর্তাব্যক্তিদ্বয়কে সেই এলাকা ছাড়তে বাধ্য করেন।

উল্লেখ্য, গত বছরের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুজন শিক্ষার্থী নিহত হলে তাঁদের সহপাঠীরা এর প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছিলো। এরপর, অন্যান্য স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে যোগ দিলে আন্দোলন দেশের বিভিন্নস্থানে ছড়িয়ে পড়েছিলো।

Loading...