loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

সফটএক্সপোতে জাপান ডে উদযাপন


সফটএক্সপোতে জাপান ডে উদযাপন

টেকনোলজি ফর প্রসপারিটি স্লোগান নিয়ে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে চলছে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জনপ্রিয় প্রদর্শনী ১৫তম বেসিস সফটএক্সপো ২০১৯। প্রথম দিনের সেমিনারগুলোতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পর বুধবার (২০ মার্চ) দ্বিতীয় দিনেও পালিত হয়েছে জাপান ডেসহ অন্যান্য বিশেষ সেমিনার।

জাপানে বাংলাদেশের তথ্যপ্রযুক্তির বাজার প্রসারে যৌথভাবে কাজ করছে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বাংলাদেশ অ্যাসােসিয়েশন অফ সফটঅয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। জাপানে বাংলাদেশের তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান সম্ভাবনার কথা চিন্তা করে বেসিস মেলার দ্বিতীয় দিনকে জাপান ডে হিসাবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশী।

অনুষ্ঠানে বক্তারা জানান, জাপানে বাংলাদেশের বাজার বৃদ্ধিতে খোলা হচ্ছে বাংলাদেশ ডেস্ক। একইভাবে বাংলাদেশে জাপান ডেস্ক থাকবে। বর্তমানে বাংলাদেশে জাপানের চলমান কার্যাবলি যেমন - জাইকার সহায়তায় মেট্রোরেল, কয়লা বিদ্যুৎ কেন্দ্র, পোর্ট, বিভিন্ন অবকাঠামো, রিনিউয়েবল অ্যানার্জি ডেভেলপমেন্ট, বাংলাদেশের বর্তমান জিডিপিতে রিলায়াবল পাওয়ারের ব্যবহার উল্লেখ করে বক্তারা বলেন, জাপান-বাংলাদেশ সর্ম্পকের উত্তরোত্তর উন্নতি হচ্ছে - যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

তাঁর বক্তব্যে মন্ত্রী বলেন, জাপানের সাথে বাংলাদেশের সর্ম্পক বহু পুরনো এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাপানের সহযোগিতা বরাবরই ইতিবাচক। সরকার দেশের তথ্যপ্রযুক্তি খাতকে খুবই গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং এর ফলাফলও ইতিবাচক। সম্প্রতি জাপানকে বাংলাদেশে তাঁদের কার্যক্রমে সহায়তা প্রদান এবং বাংলাদেশের সম্ভাবনা বিবেচনায় দেশটিকে ৪০০ হেক্টর জমি প্রদান করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

মন্ত্রী আরও বলেন, “তথ্যপ্রযুক্তি ছাড়াও অন্যান্য বাণিজ্য প্রসার ও জাপান-বাজার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আগামী পাঁচ বছরে এই সর্ম্পকের আরও উন্নতি হবে বলে আমি মনে করি। সর্ম্পকোন্নয়নে এ-ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

জাপান ডের অন্যান্য আয়োজনসমূহ হলো

* জাপানে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে করণীয় 

* এক্সপেরিয়েন্স শেয়ারিং সেশন 

* জাইকা-আইটিইই সনদ বিতরণ অনুষ্ঠান

বেসিস সফটএক্সপো ২০১৯’র লক্ষ্যণীয় দিক:

* তিন দিনব্যাপী আয়োজন ১৯-২১ মার্চ, ২০১৯ 

* স্থান: আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)

* ১০টি বিশেষ জোন

* ২৫০টিরও বেশি দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানের স্টল

* ৩০টিরও বেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সেমিনার

* বিজনেস লিডারশিপ মিট 

* কর্পোরেট আওয়ার, অংশগ্রহণে পাঁচ শতাধিক কর্পোরেট হাই অফিসিয়াল

* আইসিটি ক্যারিয়ার ক্যাপ ও গেমিং ফেস্ট

* ১০০ জনেরও বেশি দেশি-বিদেশি তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞের অংশগ্রহণ

* ব্যবসা প্রসারের লক্ষ্যে দেশি-বিদেশি ব্যবসায়ীদের বি-টু-বি ম্যাচমেকিং সেশন

 – সংবাদ বিজ্ঞপ্তি

Loading...