loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

বিভাগীয় শহরে মেলা করতে ডাকবিভাগের সঙ্গে ই-ক্যাব-এর চুক্তি


বিভাগীয় শহরে মেলা করতে ডাকবিভাগের সঙ্গে ই-ক্যাব-এর চুক্তি

‘ই-কমার্সের ডাক’স্লোগানে আগামী ৩০ মার্চ থেকে বাংলাদেশের আট বিভাগে শুরু হচ্ছে জাতীয় ই-কমার্স মেলা। ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) ও ডাক বিভাগের যৌথ উদ্যোগে মেলায় পণ্য ও সেবার পসরা তুলে ধরবে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান, পেমেন্ট গেটওয়ে সেবাদাতা প্রতিষ্ঠান, ডিজিটাল মার্কেটিং কোম্পানি, ব্যাংকসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানসমূহ।

বাংলাদেশ ডাক বিভাগের সকল বিভাগীয় কার্যালয়ে দিনব্যাপী এই মেলা আয়োজনের লক্ষ্যে সম্প্রতি ই-ক্যাব ও ডাক বিভাগের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তিতে সই করেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার ও বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল। এ-সময় অন্যান্যের মধ্যে ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ২৩ মার্চ ঢাকায় অবস্থিত বাংলাদেশ ডাকঘর ভবনে ই-ক্যাব মেলার উদ্বোধন করবেন ডাক, টোলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

‘ই-কমার্সের ডাক’ স্লোগানে দেশের আটটি বিভাগে মহাসমারোহে শুরু হচ্ছে এই মেলা। আগামী ৩০ মার্চ চট্টগ্রামে, ৬ এপ্রিল রাজশাহীতে, ১৩ এপ্রিল সিলেটে, ২০ এপ্রিল খুলনায়, ২৭ এপ্রিল রংপুরে, ৪ মে বরিশালে, ১১ মে ময়মনসিংহে ও ১৮ মে ঢাকায় মেলা হবে।

মেলা উপলক্ষে দিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়া গ্রামীণ অর্থনীতির উন্নয়নে উদ্যোক্তাদের উজ্জীবিত করতেও মেলা উপলক্ষে নেয়া হয়েছে ডিজিটাল প্রচারণার উদ্যোগ। এছাড়া ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সপ্তাহব্যাপী চলবে প্রচার-প্রচারণা।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...