loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • সাকিবের নৈপুণ্যে আফগানিস্তানকে বিধ্বস্ত করলো বাংলাদেশ

  • ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই

  • পিএসজি ছাড়ছেন দানি আলভেস

  • ফুটবলকে বিদায় জানালেন টোরেস

  • ই-বাণিজ্য করব, নিজের ব্যবসা গড়ব প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান

ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ


ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। তাঁর এন্ডো ট্রাকিয়াল টিউব খুলে ফেলা হয়েছে এবং ঘুমের ওষুধ আস্তে আস্তে কমিয়ে আনা হচ্ছে।

সিঙ্গাপুরে অবস্থানরত কাদেরের চিকিৎসা-সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর পরিচালক ও নিওরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসার রিজভী শনিবার স্থানীয় সময় সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে পরিবারের সদস্যবৃন্দসহ অন্যান্যদের এই তথ্য জানান। 

টিউব খোলার পর ডা. রিজভীর সঙ্গে ওবায়দুল কাদেরের কথা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

এ-সময় হাসপাতালের লবিতে ওবায়দুল কাদেরের সহধর্মিনী ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, ছোট ভাই আব্দুল কাদের মীর্জাসহ তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গত বুধবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।

Loading...