loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

স্পেন-ইটালির ইউরো মিশন জয় দিয়ে শুরু


স্পেন-ইটালির ইউরো মিশন জয় দিয়ে শুরু

ইউরো ২০২০ বাছাইপর্বের শুরুটা জয় দিয়েই করলো স্পেন ও ইটালি। সার্জিও রামোসের পেনাল্টি গোলে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে জয়ের দেখা পেয়েছে স্পেন। অন্যদিকে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ইটালি। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

শনিবার (২৩ মার্চ) ইউয়েফা ইউরো ২০২০-এর গ্রুপ ‘এফ’-এর ম্যাচে নরওয়ের বিপক্ষে মাঠে নামে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ভ্যালেন্সিয়ার মাঠে বল দখলে বরাবরের মতোই এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে ফিনিশিংয়ে সমস্যা বেশ ভুগিয়েছে দলটিকে। যাহোক, নতুন বছরটা জয় দিয়েই শুরু করলো ‘লা রোজা’রা।

ম্যাচের ১৬ মিনিটে গোল পেয়ে যায় স্পেন। বাঁ প্রান্ত থেকে জর্ডি আলবার বাড়িয়ে দেওয়া ক্রস নরওয়ের ডি-বক্সে পেয়ে বাঁ পায়ের আলতো টোকায় লক্ষ্যভেদ করেন রদ্রিগো।

গোল শোধ করতে মরিয়া নরওয়ে প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট না করলে খেলার ফল অন্যরকমও হতে পারতো। দ্বিতীয়ার্ধে উল্টো গোলের সুযোগ নষ্ট করে স্পেন। রদ্রিগো, মোরাতা মিলে যেন গোল মিসের মহড়াই শুরু করেছিলেন। 

৬৫তম মিনিটে সমতা ফেরায় নরওয়ে। নিজেদের ডি-বক্সে ফাউল করে নরওয়েকে পেনাল্টি উপহার দেন স্পেনের ইনিগো মার্টিনেজ। স্পট কিক থেকে সমতা ফেরান জশুয়া কিং।

গোল খেয়েই স্পেনের হুশ ফিরে আসে। একের পর এক আক্রমণে নরওয়ের রক্ষণভাগকে রীতিমত কোনঠাসা করে রাখে লুইস এনরিকের শিষ্যরা। পুরো ম্যাচে গোলমুখ খুলতে ব্যর্থ মোরাতা ৭১তম মিনিটে দলের জন্য পেনাল্টি আদায় করে নেন। পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন স্প্যানিশ অধিনায়ক সার্জিও রামোস।

শনিবার রাতে বাছাইপর্বের অন্য একটি ম্যাচে ফিনল্যান্ডকে হারিয়েছে আরেক সাবেক চ্যাম্পিয়ন ইটালি। দলের হয়ে গোল করেছেন নিকোলো ব্যারেল্লা ও মইজ কিন। মাত্র ১৯ বছর ২৩ দিন বয়সী কিন ইটালির সবচেয়ে কমবয়সী গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নিয়েছেন। এই জয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে উঠেছে রবার্টো মানচিনির দল।

Loading...