loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

কাদেরকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে


কাদেরকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সেতু বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ওবায়দুল কাদের সুস্থ আছেন। তাঁর রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে।

কাদেরের সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অধ্যাপক ড. আবু নাসের রিজভী মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক-বোর্ডের বরাতে মন্ত্রীর স্বাস্থ্যের সর্বশেষ এই অবস্থার কথা জানান। ব্রিফিংয়ের সময় কাদেরের পরিবারের সদস্যবৃন্দ হাসপাতালের লবিতে উপস্থিত ছিলেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

গত ২৩ মার্চ বাইপাস সার্জারির পর কাদেরের স্বাস্থ্যের উন্নতি হয়। ৩ মার্চ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএমএমইউ-এর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর এনজিওগ্রাম করা হলে কাদেরের আর্টারিতে তিনটি ব্লক ধরা পড়ার কথা জানান চিকিৎসকরা - যার মধ্যে একটি ব্লক অপসারণের কথাও জানানো হয়।

এর পরদিনই ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Loading...