loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

১৫ প্যাকেজে মিঠাই-এর বৈশাখী আয়োজন


১৫ প্যাকেজে মিঠাই-এর বৈশাখী আয়োজন

উৎসব-প্রিয় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে মিষ্টির জনপ্রিয় ব্র্যান্ড ‘মিঠাই’ নিয়ে এসেছে বৈশাখী আয়োজন। ক্রেতারা যেন নানান ধরনের মিষ্টি আকর্ষণীয় অফারে প্যাকেজের আওতায় কিনতে পারেন সেজন্য এই উদ্যোগ নিয়েছে মিঠাই।

 এবারের পহেলা বৈশাখ উপলক্ষে বৈচিত্র্যময় ডালা ও স্পেশাল বক্সে বিভিন্ন ধরনের মিষ্টি সাজিয়ে ১৫টি প্যাকেজ করেছে মিঠাই। চমচম, কালোজাম, লালমোহন, রসগোল্লা, কাচাগোল্লা, কাচা সন্দেশ, ক্ষীর টোস্ট, মালাইকারি, লাড্ডু, হালুয়া, বরফিসহ নানান স্বাদের সব মিষ্টি নিয়ে পহেলা বৈশাখের এসব প্যাকেজ করা হয়েছে।

মিঠাই-এর চিফ অপারেটিং অফিসার অনিমেষ সাহা জানান, “পহেলা বৈশাখে ক্রেতারা মানসম্মত মিষ্টির পাশাপাশি প্যাকেজিং ও উপস্থাপনাকে খুব গুরুত্ব দেন। বিষয়টি বিবেচনায় রেখে আমরা বৈচিত্র্যময় ডালা ও স্পেশাল বক্সে এক থেকে চার কেজি মিষ্টি দিয়ে প্যাকেজ করেছি। এসব প্যাকেজের দাম রাখা হচ্ছে ৫৫০ থেকে ৩৩৫০ টাকা পর্যন্ত। তবে ক্রেতারা চাইলে তাদের পছন্দ মতো প্যাকেজ করে নিতে পারবেন।”

তিনি আরও জানান, স্পেশাল বক্স কিংবা ডালা’য় মিষ্টি পেতে ক্রেতাদেরকে ৮ এপ্রিলের মধ্যে অর্ডার করতে হবে। এজন্য মিঠাইয়ের নিকটস্থ শোরুম কিংবা কাস্টমার কেয়ার ০৮০০৭৭৭৭৭৭৭ নম্বরে ফোন করে অর্ডার করা যাবে। কমপক্ষে ৫০০০ টাকার মিষ্টি কিনলে রাজধানীর মধ্যে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে।

সুলভমূল্যে স্বাস্থ্যসম্মত মিষ্টি ক্রেতাদের কাছে পৌঁছে দিতে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে ‘স্বাদে ঐতিহ্য’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে মিষ্টির চেইন শপ মিঠাই। বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিঠাইয়ের ৪৩টি শোরুম রয়েছে।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...