loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

এলআরবি’তে যোগ দিলেন বালাম


এলআরবি’তে যোগ দিলেন বালাম

এবারই প্রথম আইয়ুব বাচ্চুকে ছাড়া ব্যান্ডদল এলআরবি’র জন্মদিন পালিত হলো। শুক্রবার (৫ এপ্রিল) এলআরবি’র জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর থার্টি থ্রি রেস্টুরেন্টে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলআরবিতে নতুন গায়কের যোগদােনের খবর জানানোই ছিল এই আয়োজনে মূল লক্ষ্য।

চমক হলো - এলআরবি’তে গায়ক ও গিটারিস্ট হিসেবে যোগ দিয়েছেন বালাম। এর আগে বালাম ব্যান্ডদল ওয়ারফেইজ ছেড়ে একক ক্যারিয়ারে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।

অনুষ্ঠানে বালাম বলেন, “বাচ্চু ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট নেই; তা হবারও নয়। তিনি আমাদের লেজেন্ড। আপনাদের কাছে অনুরোধ, কেউ আমাকে বাচ্চু ভাইয়ের রিপ্লেসমেন্ট ভাববেন না। আমি কোনোদিনই বাচ্চু ভাইয়ের মতো হতে পারবো না। আমি চেষ্টা করবো এলআরবিকে সাপোর্ট দিতে। আপনাদের ভালোবাসা চাই।”

তিনি আরও বলেন, “আমি বাচ্চু ভাইয়ের আসন গ্রহণ করতে আসিনি। এলআরবিকে ভালোবেসে, সহযোগী হতেই এসেছি। তিনি আজ আমাদের মাঝে নেই। এখন থেকে তাঁর গান আমাকে গাইতে হবে। এটা আমার জন্য যেমন প্রাপ্তি, তেমনি কষ্টেরও ব্যাপার। সবাই আমাদের পাশে থাকবেন। দোয়া করবেন যেন কণ্ঠে ও গিটারে বাচ্চু ভাইয়ের সৃষ্টিকে ধারণ করতে পারি।”

১৯৯১ সালের ৫ এপ্রিল স্বপন, জয় ও এস আই টুটুলকে নিয়ে আইয়ুব বাচ্চু প্রতিষ্ঠা করেন লিট্ল রিভার ব্যান্ড - সংক্ষেপে এলআরবি। পরবর্তী সময়ে লিট্ল রিভার ব্যান্ড-এর নাম পরিবর্তিত হয়ে লাভ রান্স ব্লাউন্ড হয়, তবে নামের সংক্ষিপ্ত রূপ অপরিবর্তিতই ছিল। ২৮ বছর পেরিয়ে এলআরবি এ-বছর ২৯-এ পা রাখলো।

এলআরবি’র বর্তমান লাইনআপ - স্বপন (বেজ গিটার), মাসুদ ( গিটার), বালাম (ভোকাল ও গিটার), রোমেল (ড্রামস), এবং শামীম আহমেদ (সাউন্ড ইঞ্জিনিয়ার)।

গত বছরের ১৮ অক্টোবর এলআরবি’র প্রধান আইযুব বাচ্চু পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চলে যান।

Loading...