loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

বাংলাদেশে পবিত্র লাইলাতুল বরাত ২১ এপ্রিল


বাংলাদেশে পবিত্র লাইলাতুল বরাত ২১ এপ্রিল

বাংলাদেশের আকাশে শনিবার (৬ এপ্রিল) শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় মুসলিম সম্প্রদায়ের সৌভাগ্যের রজনী পবিত্র লাইলাতুল বরাত আগামী ২১ এপ্রিল দিবাগত রাতে পালন করা হবে। শনিবার বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের অফিসে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এ-তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে ৬ এপ্রিল ১৪৪০ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে রোববার (৭ এপ্রিল) পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ৮ এপ্রিল সোমবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে লাইলাতুল বরাত (শবেবরাত) পালন করা হয়। সেই হিসেবে আগামী ২১ এপ্রিল দিবাগত রাতই লাইলাতুল বরাত।

শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত লাইলাতুল বরাতের পুণ্যময় রাতটি সারাবিশ্বের মুসলমানরা নফল নামাজ, কুরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন। লাইলাতুল বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এই ছুটি পড়েছে ২২ এপ্রিল (সোমবার)।

শাবান মাস শেষেই মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের আনন্দবার্তা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস পবিত্র রামাদান।

Loading...