loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

জিদানের শততম ম্যাচে রিয়ালের জয়


জিদানের শততম ম্যাচে রিয়ালের জয়

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে নিজের শততম ম্যাচে দলকে জয়ের পথই দেখালেন জিনেদিন জিদান। গুরুর মাইলফলক ম্যাচটিতে জোড়া গোল করেছেন করিম বেনজেমা। লা লিগার ম্যাচে শনিবার (৬ এপ্রিল) এইবারের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় রিয়াল।

এই মৌসুমে রিয়ালের লিগ শিরোপা জয়ের আশা নেই বললেই চলে। তবে জিদান দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এই মৌসুমটি ভালোভাবে শেষ করার লক্ষ্যে কাজ করছেন।

সান্তিয়াগো বার্নাব্যুতে গোলের শুরুটা করে অবশ্য সফরকারী দলই। ফলে টানা দুই ম্যাচে হারের শঙ্কা জাগে রিয়ালের। ৩৯ মিনিটে গোলটি করেন মার্ক কারদোনা। যাহোক, বিরতির পর কোচের আস্থার প্রতিদান দিয়ে ৫৯ ও ৮১ মিনিটে জোড়া গোল করে দলকে জেতান বেনজেমা।

৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে রয়েছে রিয়াল। সমান সংখ্যক ম্যাচে বার্সেলোনা ৭৩ ও অ্যাটলেটিকো মাদ্রিদ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে।

Loading...