loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

শিরোপা-প্রতীক্ষা বাড়লো পিএসজি’র


শিরোপা-প্রতীক্ষা বাড়লো পিএসজি’র

ফ্রান্সের লিগ ওয়ানে শিরোপা জয়ের অনেকটা কাছেই পৌঁছে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), তবে রোববার (৭ এপ্রিল) হোঁচট খেয়েছে ক্লাবটি। স্ট্রাসবুর্গের বিপক্ষে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছে নেইমারবিহীন পিএসজি। গত ডিসেম্বরে প্রথম লেগেও স্ট্রাসবুর্গের মাঠে ১-১ গোলে ড্র করেছিল থমাস টুখেলের দল। ফলে শিরোপা নিশ্চিত হতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে তাঁদের।

রোববার নিজেদের মাঠে ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় পিএসজি। এরিক চুপো-মোয়িং দলের প্রথম গোলটি করেন। তবে বেশি সময় এগিয়ে থাকতে পারেনি তাঁরা। ২৬ মিনিটে পেনাল্টি বক্সের কাছ থেকে স্ট্রাসবুর্গকে সমতায় ফেরান ফরোয়ার্ড নুনো ডা কস্টা। এরপর দু’দলই আক্রমন-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। ৩৮ মিনিটে আবারও গোল খেয়ে বসে পিএসজি। পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করতে হয় তাঁদের। 

বিরতির পরে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় প্যারিসের ক্লাবটি। একাধিক সুযোগ হারানোর পর ৮২ মিনিটে সমতায় ফেরে পিএসজি। জুলিয়ান ড্রাক্সলারের কর্নারে হেডে গোল করেন জার্মান ডিফেন্ডার থিলো কেহরা। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

৩০ ম্যাচে ২৬টি জয় তিনটি ড্র ও একটি পরাজয় নিয়ে ৮১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষেই আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিয়ল। ২০ পয়েন্ট এগিয়ে থেকে নেইমারের দল এখনও তাই ধরাছোঁয়ার বাইরেই রয়েছে।

Loading...