loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

এইচএসসি পরীক্ষার সময়সূচিতে আংশিক পরিবর্তন


এইচএসসি পরীক্ষার সময়সূচিতে আংশিক পরিবর্তন

পবিত্র লাইলাতুল বরাতের ছুটি ও অন্যান্য কারণে দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে চলমান উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ১৩টি বিষয়ের সময়সূচিতে পরিবর্তন এসেছে। ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে সোমবার (৮ এপ্রিল) এ-তথ্য জানানো হয়। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ১৭, ১৮ ও ২২ এপ্রিলের নির্ধারিত পরীক্ষাগুলো আগামী ৯, ১১ ও ১২ মে নেয়া হবে। এছাড়া, ৪ ও ৬ মে’র নির্ধারিত পরীক্ষাগুলো সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টায় শুরু হবে।

১৭ এপ্রিলের নির্ধারিত আরবি (১ম পত্র), সংস্কৃত (১ম পত্র) ও পালি (১ম পত্র) পরীক্ষাসমূহ ৯ মে (দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) হবে।

১৮ এপ্রিলের নির্ধারিত আরবি (২য় পত্র), সংস্কৃত (২য় পত্র) ও পালি (২য় পত্র) পরীক্ষাসমূহ ১১ মে (দুপুর ২ টাথেকে বিকেল ৫টা পর্যন্ত) হবে।

২২ এপ্রিলের নির্ধারিত পদার্থবিজ্ঞান (তত্ত্বীয় ২য় পত্র), হিসাববিজ্ঞান (২য় পত্র) ও যুক্তিবিদ্যা (২য় পত্র) এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (অব: ২য় পত্র ডিআইবিএস) পরীক্ষা ১২ মে (সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত) হবে।

৪ মে তারিখে নির্ধারিত গার্হস্থ্যবিজ্ঞান (১ম পত্র) ও ৬ মে গার্হস্থ্যবিজ্ঞান (২য় পত্র) পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টার পরিবর্তে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে।

আগামী ২১ এপ্রিল রাতে বাংলাদেশে লাইলাতুল বরাত পালন করা হবে, ফলে সরকারি ছুটি থাকবে পরেরদিন ২২ এপ্রিল। এর আগে ২০১৯ সালের বর্ষপঞ্জিতে ২১ এপ্রিল লাইলাতুল বরাতের ছুটি হিসাব করে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছিল।

Loading...