loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ইউরোপা লিগে এগিয়ে গেল আর্সেনাল ও চেলসি


ইউরোপা লিগে এগিয়ে গেল আর্সেনাল ও চেলসি

ইউয়েফা ইউরোপা লিগের সেমিফইনালে পথে এগিয়ে গেছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল ও চেলসি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ইটালিয়ান ক্লাব নাপোলিকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। অন্য ম্যাচে স্লাভিয়া প্রাগকে ১-০ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি।

এমিরেট্স স্টেডিয়ামের ম্যাচে লিড নিতে বেশি সময় নেয়নি আর্সেনাল। ১৪ মিনিটেই গোল পেয়ে যায় দলটি। মাইটল্যান্ড নাইলেসের বাড়ানো বল ডান পায়ের শটে জালে জড়াতে ভুল করেননি অ্যারন রামসে।

ব্যবধান বাড়াতেও বেশি সময় অপেক্ষা করতে হয়নি গানারদের। ২৫তম মিনিটে পেনাল্টি বক্সের প্রায় ২৫ গজ দূর থেকে লুকাস টোরেইরা শট করলে তা নাপোলির খেলোয়াড় কোউলিবালির গায়ে লেগে বল জালে প্রবেশ করে। প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ করেও আর গোল করতে পারেনি আর্সেনাল। 

অন্যদিকে ৫৩ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল নাপোলি। তবে কোউলিবালির শট রুখে দেন আর্সেনাল গোলরক্ষক পিওতর চেক। ৭২ মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করে ইটালির ক্লাবটি। ডি-বক্সের ডান প্রান্ত দিয়ে ইনসিগনের বাড়ানো বল গোলবার ফাঁকা পেয়েও বল উড়িয়ে মারেন জিয়েলিনিস্কি।

বাকি সময় একের পর এক আক্রমণ চালিয়েও ব্যবধান বাড়াতে পারেনি আর্সেনাল। ফলে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে উনাই এমরির শিষ্যরা।

এদিন আরেক কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিকের ক্লাব স্লাভিয়া প্রাগকে ১-০ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। ম্যাচে ৮৬ মিনিটে ব্লুজদের হয়ে একমাত্র গোলটি করেন মার্কোস আলোনসো।

আগামী বৃহস্পতিবার দ্বিতীয় লেগে মুখোমুখি হবে আর্সেনাল ও নাপোলি।

Loading...