loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

এলআরবি ব্যান্ডের নতুন নাম ‘বালাম অ্যান্ড দি লিগেসি’


এলআরবি ব্যান্ডের নতুন নাম ‘বালাম অ্যান্ড দি লিগেসি’

গত ৫ এপ্রিল রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে পুনর্গঠিত এলআরবি ব্যান্ডের নতুন লাইনআপ ঘোষণা করা হয়। এতে কণ্ঠশিল্পী বালামকে মূল গায়ক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। নতুন লাইনআপে ব্যান্ডের সব সদস্যই সেখানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বালামসহ ব্যান্ডের সকল সদস্যরা বলেন, এলআরবি ব্যান্ডের প্রাণপুরুষ আইয়ুব বাচ্চুর প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সম্মান রেখে তাঁর স্মৃতিকে অম্লান রাখতে আমাদের সকলের প্রানপ্রিয় ব্যান্ডকে বাঁচিয়ে রাখার জন্য এই প্রয়াস।

ব্যান্ডের পুরনো সদস্যরা আরও বলেন, আইয়ুব বাচ্চুর রিপ্লেসমেন্ট কখনোই সম্ভব নয়। আমরা এলআরবি'র গানগুলো কে বাঁচিয়ে রাখার জন্য এবং নতুন ও পরবর্তী প্রজন্মের কাছে গানগুলোকে আগের মতোই পৌঁছে দিতে এই সময়ের জনপ্রিয় শিল্পী বালামকে গিটারবাদক ও ভোকাল হিসেবে নিয়ে আসি। কিন্তু প্রয়াত আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরা এলআরবি নামটি ব্যবহার না করার জন্য আমাদের কাছে বিশেষ অনুরোধ জানান।

সম্প্রতি জানা গেছে, পরিবারে সদস্যদের অনুরোধের প্রতি সম্মান দেখিয়ে নবগঠিত এলআরবি ব্যান্ডের সদস্যরা এলআরবি নামটি পরিবর্তন করে ‘বালাম অ্যান্ড দি লিগেসি’ নামে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আরও জানা গেছে, এলআরবি’র সদস্যদের কাছে বিষয়টি যথেষ্ট আবেগের। আইয়ুব বাচ্চু ও এলআরবি'কে তাঁরা ভালোবাসেন। আইয়ুব বাচ্চুর সম্মান রক্ষার্থে যেকোনো সিদ্ধান্ত নিতে তাঁরা কখনো পিছপা হননি এবং হবেন না।

অর্থাৎ, এখন থেকে ‘এলআরবি’ ব্যান্ডটি ‘বালাম অ্যান্ড দি লিগেসি’ নামে নতুনভাবে কার্যক্রম পরিচালনা করবে। এই ব্যান্ডের বর্তমান লাইনআপ: বেজ গিটার: স্বপন, গিটার: মাসুদ, ভোকাল ও গিটার: বালাম, ড্রামস: রোমেল ও সাউন্ড ইঞ্জিনিয়ার: শামীম আহমেদ।

১৯৯০ সালের ৫ এপ্রিল আইয়ুব বাচ্চুর হাত ধরে প্রতিষ্ঠিত হয় এলআরবি। শুরুতে ব্যান্ডটির নাম রাখা হয়েছিল ‘লিটল রিভার ব্যান্ড’, সংক্ষেপে এলআরবি। পরবর্তী সময়ে নাম পরিবর্তন করে রাখা হয় ‘লাভ রান্‌স ব্লাইন্ড’; তবে নামের সংক্ষিপ্ত রূপ - ‘এলআরবি’ পরিবর্তিত হয়নি সঙ্গত কারণেই।

এলআরবি নামেই আইয়ুব বাচ্চু ব্যান্ডটিকে সমৃদ্ধ করেছেন, উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও নিরীক্ষামূলক গান - যা বাংলা সংগীতে নতুন অধ্যায় তৈরি করেছে।

গত ১৮ অক্টোবর সকালে নিজ বাসায় হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন কিংবদন্তি মিউজিশিয়ান আইয়ুব বাচ্চু।

বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবি’র দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারবাদক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। গিটারের জাদুকর হিসেবে আলাদা সুনাম ছিল তাঁর। ভক্তদের কাছে তিনি ‘এবি’ নামেও পরিচিত।

Loading...