loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ক্রিস্টালকে হারিয়ে শিরোপার লড়াইয়েই ম্যান সিটি


ক্রিস্টালকে হারিয়ে শিরোপার লড়াইয়েই ম্যান সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান নিয়ে তীব্র লড়াই চলছেই। যাহোক, রোববার (১৪ এপ্রিল) ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারিয়ে সেই লড়াইয়ে ভালোভাবেই টিকে রইলো ম্যানচেস্টার সিটি। ম্যাচ জিতে শীর্ষেও চলে এসেছিল সিটিজেনরা, কিন্তু দু’ঘণ্টা বাদেই চেলসিকে হারিয়ে শীর্ষস্থানে ফিরেছে লিভারপুল।

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ এক দিনে শিরোপা লড়াইয়ের মূল দুই দাবিদার ম্যানচেস্টার সিটি ও লিভারপুল ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামে। দুই দলই একে অন্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বলেই লিগ এমন জমে উঠেছে। মৌসুমের মাঝামাঝি থেকেই শুরু হয়েছে এই দু’দলের শীর্ষে থাকার লড়াই - যা এখনও চলছে।

এবার শিরোপা জিতবে কোন দল, এই প্রশ্নের উত্তর খুঁজতে ম্যান সিটি ও লিভারপুলের প্রতিটি ম্যাচের দিকেই চোখ রাখতে হচ্ছে। লিভারপুল শীর্ষে চলে গেলেও এক ম্যাচ কম খেলে এখনো শিরোপার একদম কাছেই আছে সিটি। ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে যেভাবে খেলেছেন পেপ গার্ডিওলার শিষ্যরা - তাতে শিরোপার দাবি করতেই পারে দলটি।

প্যালেসের মাঠ সেলহারস্ট পার্ক সাম্প্রতিক সময়ে শিরোপার দাবিদার দলটির জন্য কঠিন পরীক্ষার কারণ হয়েছে। ২০১৪ সালে লিভারপুলের যাত্রা এখানে এসেই থেমেছিল, পরেরবার একই ঘটনা ঘটে সিটির ক্ষেত্রে। তবে এবার তা হয়নি। এবার স্বাগতিকদের রীতিমত উড়িয়ে দিয়েছে সিটি। আর তাতে জোড়া গোল করেছেন ইংলিশ ফরোয়ার্ড রহিম স্টার্লিং, এক গোল এসেছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার গাব্রিয়েল জাসুসের পা থেকে। প্যালেসের হয়ে ফ্রি-কিক থেকে একমাত্র গোলটি করেন লুকা মিলিভোজেভিচ।

এদিন ১৫তম মিনিটে এগিয়ে যায় সিটি। কেভিন ডি ব্রুইনার থ্রো-বল ডিফেন্সে পেয়ে প্যালেসের দুই ডিফেন্ডার প্যাট্রিক ভ্যান আনহোল্ট ও স্কট ড্যানকে পাশ কাটিয়ে গোলরক্ষক ভিনসেন্ট গুয়াইতাকে পরাস্ত করেন স্টার্লিং। গোল দেওয়ার পর উজ্জীবিত সিটি প্রতিপক্ষের রক্ষণভাগে বারবার ঝাঁপিয়ে পড়ে। কিন্তু প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারেনি সফরকারী ক্লাবটি।

দ্বিতীয়ার্ধের শুরুতে লেরয় সানে ও ইকাই গুন্দোগানের দারুণ দু’টি প্রচেষ্টা ঠেকিয়ে দেন গুয়াইতা; কিন্তু স্টার্লিংকে ঠেকাতে পারেননি প্যালেস গোলরক্ষক। সার্জিও আগুয়েরো ও সিলভার বানিয়ে দেওয়া বল জমিয়ে ডি-বক্সের কেন্দ্রে থাকা স্টার্লিংয়ের পায়ে পৌঁছে দেন সানে। নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ তারকা।

শেষ বাঁশি বাজার নয় মিনিট আগে সিটির ডি-বক্সের একদম সামনে ফাউলের শিকার হন প্যালেসের জেমস ম্যাকআর্থার। ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করে ব্যবধান কমান মিলিভোজেভিচ। শেষ মুহূর্তে সমতায় ফিরতে মরিয়া প্যালেসের আশাভঙ্গ করে ব্যবধান বাড়িয়ে দেন জাসুস।

এই জয়ে ৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে লিভারপুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিটি। এক ম্যাচ বেশি খেলে দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ৩৪ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে ক্রিস্টাল প্যালেস।

Loading...