loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

বেনজেমার গোলে হার ঠেকালো রিয়াল মাদ্রিদ


বেনজেমার গোলে হার ঠেকালো রিয়াল মাদ্রিদ

জিনেদিন জিদান দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার পরই যেন জ্বলে উঠেছেন করিম বেনজেমা। একের পর এক গোল করে জানান দিচ্ছেন তিনিই এখন এই দলের মূল স্ট্রাইকার। স্প্যানিশ লিগের গত ম্যাচেও তাঁর গোলেই লেগানেসের বিপক্ষে ১-১ গোলের ড্র করে মাঠ ছেড়েছিল রিয়াল।

সোমবার (১৫ এপ্রিল) প্রতিপক্ষের মাঠে আতিথেয়তা নিতে যায় চলতি মৌসুমে সকল শিরোপা-বঞ্চিত রিয়াল। এদিন ৪৫ মিনিটে লেগানেসের সিলভা গোল করে স্বাগতিক দলকে এগিয়ে দেন। ফলে আরও এক হারের শঙ্কায় পড়েছিল জিদান-শিষ্যরা।

যাহোক, দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি ক্লাবটি। ৫১ মিনিটে লুকা মড্রিচের দেওয়া পাসে বেনজেমা শট নিলে গোলরক্ষক তা প্রতিহত করেন, কিন্তু ধরে রাখতে পারেননি; এই সুযোগ কাজে লাগিয়ে ফিরতি শটে গোল করেন ফরাসি তারকা। স্পেনের লিগে এটি তাঁর অষ্টাদশ গোল।

বাকি সময় আর গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।

লা লিগায় ৩২ ম্যাচে ১৯ জয় ও চার ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শীর্ষস্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৪। নয় পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

Loading...